সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহা সমারোহে পালিত হচ্ছে ঈদ

সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহা সমারোহে পালিত হচ্ছে ইদ। উত্তর থেকে দক্ষিণ-দুই বঙ্গেই সকাল সকাল নতুন জামা পড়ে বিশেষ নমাজে অংশ নেন মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ। চলে শুভেচ্ছা বিনিময়। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সাধারণ মানুষের সঙ্গে নমাজ পড়েন মন্ত্রী গোলাম রব্বানি। রায়গঞ্জ শহরে ইদ উপলক্ষে মুসলিম ভাইদের হাতে রাখি বেঁধে দেয় সিপিএমের যুব সংগঠন DYFI।

Updated By: Jun 26, 2017, 04:20 PM IST
সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহা সমারোহে পালিত হচ্ছে ঈদ

ওয়েব ডেস্ক: সারা দেশের সঙ্গে এরাজ্যেও মহা সমারোহে পালিত হচ্ছে ইদ। উত্তর থেকে দক্ষিণ-দুই বঙ্গেই সকাল সকাল নতুন জামা পড়ে বিশেষ নমাজে অংশ নেন মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ। চলে শুভেচ্ছা বিনিময়। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সাধারণ মানুষের সঙ্গে নমাজ পড়েন মন্ত্রী গোলাম রব্বানি। রায়গঞ্জ শহরে ইদ উপলক্ষে মুসলিম ভাইদের হাতে রাখি বেঁধে দেয় সিপিএমের যুব সংগঠন DYFI।

আরও পড়ুন বাঁকুড়ার সারেঙ্গায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে

কোচবিহারে ইদের নমাজে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও সাংসদ পার্থপ্রতিম রায়।  আসানসোলের মুর্গাশোলের ইদগাহতে অত্যধিক ভিড় হওয়ায় জিটি রোডের ওপর নমাজ পাঠ হয়। উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। 

আরও পড়ুন  পাহাড়ে নিযুক্ত পুলিসের সঙ্গে কথা বলে তৈরি করা রিপোর্ট কাল মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে

.