এই মরসুমের মতো বিদায়ের পথে শীত, বাড়তে পারে অস্বস্তি

সপ্তাহের বাকি দিনগুলিতেও আরও দু-তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দফতর। রাতে শীতের আমেজ থাকলেও, দিনের বেলা তা থাকবে না। ফলে অস্বস্তি বাড়বে। 

Updated By: Jan 4, 2021, 11:08 AM IST
এই মরসুমের মতো বিদায়ের পথে শীত, বাড়তে পারে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদন: নতুন বছর শুরু হতেই, জাঁকিয়ে শীত উধাও। আজও কলকাতায় তাপমাত্রা বেড়েছে। গতকালের থেকে এক ডিগ্রি বেড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের বাকি দিনগুলিতেও আরও দু-তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া দফতর। রাতে শীতের আমেজ থাকলেও, দিনের বেলা তা থাকবে না। ফলে অস্বস্তি বাড়বে। 

আরও পড়ুন:  আসানসোলে BJP নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আগেই জানানো হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। তার জেরেই এই অবস্থা। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আজ ও আগামিকাল তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে।

.