ঝঞ্ঝার ভিড়ে বাধা উত্তুরে হাওয়ায়, তবু শীতের আমেজেই বর্ষবরণ

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ অন্যান্য জেলার তাপমাত্রা সামান্য কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। 

Updated By: Jan 1, 2021, 09:08 AM IST
ঝঞ্ঝার ভিড়ে বাধা উত্তুরে হাওয়ায়, তবু শীতের আমেজেই বর্ষবরণ
নতুন বছরের প্রথম সকাল সুন্দর হোক, জমিয়ে কাটুক শীত

নিজস্ব প্রতিবেদন: কনকন ঠান্ডায় বর্ষবরণ। শীতের আমেজে খুশি রাজ্যবাসী। তবে কলকাতার তাপমাত্রা আজ আরও ১ ডিগ্রি বেড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। গত বছরের তুলনায় ১ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।

আরও পড়ুন:  হাজার পাঁচেক TMC কর্মী ভাঙিয়ে শুক্রেই বিজেপিতে সৌমেন্দু?

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ অন্যান্য জেলার তাপমাত্রা সামান্য কমবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে।পাশাপাশি রবিবার জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা। এর প্রভাবেই বাধা পাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। বঙ্গোপসাগর থেকে পুবালী হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতের দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে রবি সোমবারে। সেদিন ফের তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে।

.