গত ৫ বছরে উষ্ণতম জানুয়ারি, ভরা পৌষের প্যাচপ্যাচে গরমে নাজেহাল রাজ্যবাসী

বুধবারের পর থেকে সামান্য নামতে পারে তাপমাত্রা। তবে শীত কতটা ফিরবে, তা নিয়ে সন্দেহ থাকছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Jan 11, 2021, 08:53 AM IST
গত ৫ বছরে উষ্ণতম জানুয়ারি, ভরা পৌষের প্যাচপ্যাচে গরমে নাজেহাল রাজ্যবাসী
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভরা পৌষেও গরমে বেহাল বাংলা। শীত প্রায় উধাও! সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ, যা সাধারণত বর্ষাকালে থাকে। ফলে প্যাচপ্যাচে ঘামে অস্বস্তি চরমে পৌঁছেছে রাজ্যবাসীর। সবমিলিয়ে আরও ব্যাকফুটে শীত। আগামী ৪৮ ঘণ্টায় শীতের আমেজ একেবারেই মিলবে না। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান, পুলিসের সামনেই হামলার অভিযোগ বিজেপির

বুধবারের পর থেকে সামান্য নামতে পারে তাপমাত্রা। তবে শীত কতটা ফিরবে, তা নিয়ে সন্দেহ থাকছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি। গত ৫ বছরে উষ্ণতম ১১ জানুয়ারি এটি। শেষ কবে বছরের এই সময়ে তাপমাত্রা ২০ ওপর উঠেছিল, তেমন নজির পাওয়া মুশকিল। জানুয়ারিতেও এখন তাই ঘেমেনেয়ে অস্থির রাজ্যবাসী। 

.