Weather: শীতের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে...কী বলছে হাওয়া অফিস?

দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা। পাহাড়েও বৃষ্টির আশঙ্কা।

Updated By: Dec 9, 2024, 10:15 AM IST
Weather: শীতের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে...কী বলছে হাওয়া অফিস?

অয়ন ঘোষাল: হওয়া বদল রাজ্যে। বাড়ল রাতের তাপমাত্রা। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমের হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ২ জেলা এবং দক্ষিণবঙ্গের ৯ জেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা।

কবে পারদ পতন?

বুধবার থেকে ফের নিম্নমুখী হবে পারদ। জেলায় জেলায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন বুধবারের পর থেকে। ১৫ বা ১৬ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

সিস্টেম

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ।

দক্ষিণবঙ্গ

একদিন তাপমাত্রা কমেই ফের বৃদ্ধির দিকে। রাতের তাপমাত্রা বাড়ল। আজ বেলা আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। বুধবারের পর থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। জেলায় জেলায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। চলতি সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। ১৫ বা ১৬ ডিসেম্বর থেকে মিলতে পারে জাঁকিয়ে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলার আকাশ আজ আংশিক বা সম্পূর্ণ মেঘলা হতে পারে দুপুরের পর। 

উত্তরবঙ্গ

পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। উপরের দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গে মেঘলা আকাশ। সামান্য বাড়তে পারে উত্তরের সমতলের জেলার রাতের তাপমাত্রা। 

কলকাতা

রাতের তাপমাত্রা বাড়ল। আজ রাতে আরও সামান্য চড়বে পারদ। শীতের আমেজে সাময়িক বিরতি। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। বুধবারের ফের নামবে পারদ। রবিবারের মধ্যে সর্বাধিক ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার পারদ। 

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ১৫.৭ থেকে বেড়ে ১৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৮২ শতাংশ। 

ভিন রাজ্যে

বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা, পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে। কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে। পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং রাজধানী দিল্লিতে ও কুয়াশার সম্ভাবনা। আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনা জম্বু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি তামিলনাডু পন্ডিচেরি কড়াইকালে।

আরও পড়ুন, Cooch Behar: প্লাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশি নাগরিক, হুঁশ ফিরল পুলিসের কথায়

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.