আজও কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা

গতকাল মঙ্গলবারও বিকেল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়।

Updated By: May 23, 2018, 02:02 PM IST
আজও কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: বুধবারও রাজ্যে কালবৈশাখীর পূর্বাভাস। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টির হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও। এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ। দু'-এক পশলা হালকা বৃষ্টিও হয়েছে। গতকাল মঙ্গলবারও বিকেল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়।

কিন্তু, বর্ষাকাল কি এসে গেল? আম বাঙালির চোখে মুখে এখন এই প্রশ্নটাই উঁকি দিলেও, আবহাওয়া দফতর সূত্রে বলা হচ্ছে, একে বর্ষার বৃষ্টি বলা যাবে না। স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার জন্যই এই বৃষ্টি। সেক্ষেত্রে একে প্রাক বর্ষার বৃষ্টি হিসাবে দেখা যেতে পারে। ফলে, পুরোদমে বর্ষাকাল আসতে এখনও কিছুটা সময় লাগবে। আরও জানুন- কলকাতার ইতিহাসে প্রথমবার এমনটা ঘটতে চলেছে, রাস্তাঘাটে আপনিও সাক্ষী হবেন

.