কালীপুজোতেও রণংদেহি বৃষ্টি! আলোয় নয়, জলে ভাসতে পারে বাংলা

Updated By: Oct 18, 2017, 02:00 PM IST
কালীপুজোতেও রণংদেহি বৃষ্টি! আলোয় নয়, জলে ভাসতে পারে বাংলা

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আগেই ঘোষণা করেছিল হাওয়া অফিস। কিন্তু নাছোড় বৃষ্টি বলছে কালীপুজোতেও যাব না! তেমনটাই আভাস দিলেন  আলিপুরের আবহাওয়াবিদরা। গত কয়েকদিনের ঝলমলে রোদের পর আজ সকাল থেকে ফের মুখ ভার আকাশের। সঙ্গে ভ্যাপসা গরম, গলদঘর্ম অবস্থা। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের জেরেই এই অবস্থা বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।  

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের উপর থেকে মৌসুমী বায়ু ক্রমশ সরে চলে যাচ্ছে দক্ষিণ–পশ্চিম দিকে। কিন্তু বিদায়ের আগেও ভাসিয়ে দিয়ে যেতে পারে বাংলাকে। বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?

হাওয়া অফিস বলছে, বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনাতে। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এককথায়, কালীপুজোর দিন ভাসতে পারে বাংলা।

.