ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং বাড়বে তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী।

Updated By: Apr 19, 2018, 05:04 PM IST
ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, বরং বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদন : বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে রেহাই মিলছে না হাঁসফাঁস গরমের হাত থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর বৃহস্পতি ও শুক্রবারেও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে আগামিকালও দিনভর অস্বস্তিকর গরম থাকবে। তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী।

মাঝ এপ্রিলে-ই পারদ চল্লিশের কোঠায়। বেলা বাড়তেই মাথার উপরে আগুন ঝরাচ্ছে সূর্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারের আগে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার কোনও সম্ভাবনা-ই নেই। উত্তর-পশ্চিমের গরম হাওয়া জোরাল থাকায়, শুক্রবারও মানুষকে গরমে নাজেহাল হতে হবে। শনিবার ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে অস্বস্তিকর গরমের হাত থেকে দক্ষিণবঙ্গবাসীর মুক্তি মিলতে পারে সেদিন।

আরও পড়ুন, আদালতের নজরদারিতে পঞ্চায়েত ভোটের দাবি অধীরের

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাত্, দুই বঙ্গে দুই চিত্র। উল্লেখ্য, মঙ্গলবার পর-পর দুটি কালবৈশাখী আছড়ে  পড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। জোড়া ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ। প্রাণ হারান ১৪ জন। আরও পড়ুন, কালবৈশাখীর তাণ্ডবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মৃত ১৪

.