বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, তবুও হার মানবে না দুরন্ত শীত

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ জারি থাকবে, সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপটও। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও শৈত্যপ্রবাহ চলবে আগামী ৪৮ ঘণ্টা।

Updated By: Jan 11, 2018, 04:47 PM IST
বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত, তবুও হার মানবে না দুরন্ত শীত

নিজস্ব প্রতিবেদন:  বাংলাদেশের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। তবে তার প্রভাব পড়বে না শীতের গতিপথে। আগামী কয়েকদিন তাপমাত্রা খানিকটা বাড়লেও তা স্বাভাবিকের নীচেই থাকবে। পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

আরও পড়ুন: ঠুকঠুকের দিন শেষ, এক ঘা মেরে ১৪ বছর পর দুরন্ত ফর্মে শীত

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ জারি থাকবে, সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপটও। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও শৈত্যপ্রবাহ চলবে আগামী ৪৮ ঘণ্টা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে রাজি, প্রকাশ্যে এসে বললেন বিমল গুরুং

সাধারণত, ঘূর্ণাবর্তের ফলে গতিরুদ্ধ হয় শীতের। কিন্তু এবারটা তেমন হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরে হাওয়া রাজ্যের প্রবেশ করবেই। নিয়ম মেনে তাই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়লেও জারি থাকবে শীতের দাপট। গত ১৪ বছরে এমন খেল দেখায়নি শীত। অন্তত এমনটাই বলছে হাওয়া অফিস। সাত দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১২ ডিগ্রির নীচে। আগামী কয়েকদিনও থাকবে একই পরিস্থিতি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তা ঘোরাফেরা করবে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

.