'রাজীবের ভ্যালু Zero; আমরা প্রমাণ করে দিয়েছি': কল্যাণ
কল্যাণ আরও বলেন, দিদি তো কাল স্পষ্ট করে দিয়েছেন, গদ্দারদের দলে নেওয়া হবে না
নিজস্ব প্রতিবেদন: মুকুল রায় তৃণমূলে ফিরেছেন। এবার কি রাজীব বন্দ্যোপাধ্যায়ও? এমন জল্পনার মধ্যেই তা আরও জোরাল হল রাজীব আজ কুণাল ঘোষের বাড়িতে যাওয়ায়। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ওই সাক্ষাতকার নেহাতই সৌজন্যমূলক। এনিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।
আরও পড়ুন-বিধানসভায় Mamata-র সঙ্গে সাক্ষাত্, মুকুলের পথেই কি সেই ২ BJP নেতা?
শনিবার হুগলির কোন্নগরে এক অক্সিজেন পার্লারের উদ্বোধন করেন কল্যাণ(Kalyan Banerjee)। সেখানেই তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভ্যালু যে একেবারেই শূন্য তা প্রমাণ করে দিয়েছি। অনেক বড়বড় কথা বলেছে ও। এবার ওকে দলে নিলে কী উপকার হবে তা দল ঠিক করবে।
কল্যাণ আরও বলেন, দিদি তো কাল স্পষ্ট করে দিয়েছেন, গদ্দারদের দলে নেওয়া হবে না। শেষপর্যন্ত মমতাদি ও দল ঠিক করবে রাজীবকে নিয়ে কী করা হবে। আমার কাছে ১০-১৫টা ভিডিয়ো রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে রাজীব। কুণালের কাছে তা নাও থাকতে পারে।
আরও পড়ুন-মুকুলের হাত ধরে সব্যসাচীরও ‘ঘর ওয়াপসি’? ঘনিষ্ঠ মহলে নীরবতা ভাঙলেন Sujit
এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের(Rajib Banerjee) তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই ফের ডোমজুড়ে পোস্টার পড়েছে, গদ্দারকে দলে ফেরত নয়। এনিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কাকে দলে নেওয়া হবে কাকে নেওয়া হবে না তার প্যারামিটার ঠিক করবেন দিদি। আমাদের কিছু করার নেই। তবে এটা ঠিক, অনেক খেটে রাজীবকে ৪৩ হাজার ভোটে হারিয়েছি। রাজীব যে কিছু না সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)