মোদীজি তো বাংলায় এসে লড়বেন না; রাজ্যে ওদের মুখে কে, দিলীপ না মুকুল: সৌগত

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এমন ইঙ্গিত প্রায়ই দিয়ে থাকেন রাজ্য বিজেপি নেতারা। এনিয়ে সৌগত বলেন, অমিত শাহ বলে গেলেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে না

Updated By: Nov 7, 2020, 09:08 PM IST
মোদীজি তো বাংলায় এসে লড়বেন না; রাজ্যে ওদের মুখে কে, দিলীপ না মুকুল: সৌগত
ছবি-নিজস্ব

নিজস্ব প্রতিবেদন: সমাজের কোনও অংশকে তুষ্ট করা আমাদের কাজ নয়। সমাজের পিছিয়েপড়া মানুষদের জন্য কাজ করে রাজ্য সরকার। শনিবার রাজারহাটের এক সভায় বিজেপিকে এভাবেই নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন-কালীপুজোর চাঁদা ১০ হাজার টাকা!

রাজ্যে সংখ্যালঘু তোষণের অভিযোগ নিয়ে সৌগত বলেন, কোনও তুষ্টিকরণের মধ্যে আমরা নেই। রাজ্যে দুর্গাপুজোর জন্য অনেক কিছু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় পুজো বন্ধ হয়েছে। বাংলায় তা হয়নি। সমাজের বেশি পিছিয়েপড়া মানুষদের জন্য আমরা কাজ করি। এর মধ্যে তুষ্টিকরণের কিছু নেই।

একুশের নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শাসনের দাবি নিয়ে সৌগত বলেন, রাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতার স্বপ্ন কোনও দিন পূরণ হবে না অমিত শাহর। নরেন্দ্র মোদী তো আর বাংলায় এসে লড়াই করবেন না! বাংলায় বিজেপির মুখে কে! মুকুল রায় নাকি দিলীপ ঘোষ! 

রাজ্যে অমিত শাহের সফর ও বিভিন্ন ইস্যুতে বিজেপির রাজ্য সরকারকে নিশানা করার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন তৃণমূল সংসদ। মতুয়াদের নিয়ে সৌগত বলেন, মতুয়াদের জন্য বিজেপি নির্বাচনের আগে সক্রিয় হয়। আমরা সারাবছর ওদের পাশে থাকি।

আরও পড়ুন-লকডাউনের ক্ষতি পুষিয়ে মান্থলির মেয়াদ বাড়াচ্ছে রেল

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এমন ইঙ্গিত প্রায়ই দিয়ে থাকেন রাজ্য বিজেপি নেতারা। এনিয়ে সৌগত বলেন, অমিত শাহ বলে গেলেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে না। বিজেপি নেতারা রাজ্যের মানুষকে ভয় দেখাচ্ছিল। কৈলাস বিজয়বর্গীয় অস্বাভাবিক মৃত্যু নিয়ে রাজনীতি করে চলেছেন। 

.