প্রার্থী তালিকায় মাস্টারস্ট্রোক TMCর, একুশের নির্বাচনে মহিলা, তফশিলি, তারুণ্যে জোর

৫০-এর বেশি মহিলাকে প্রার্থী করা হচ্ছে। তফশিলি জাতির ৬৮ জন, উপজাতির ১৬ জন প্রা। পঞ্চাশের কম বয়সী প্রায় একশোজনের নাম তালিকায়।   

Updated By: Mar 5, 2021, 03:19 PM IST
প্রার্থী তালিকায় মাস্টারস্ট্রোক TMCর, একুশের নির্বাচনে মহিলা, তফশিলি, তারুণ্যে জোর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণ করেছে TMC. তবে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় মহিলা, তফশিলি, তারুণ্যে জোর। ৫০-এর বেশি মহিলাকে প্রার্থী করা হয়েছে। তালিকায় রয়েছে তফশিলি জাতির ৭৯ জন, উপজাতির ১৬ জন প্রায়। ৫০এর কম বয়সী প্রায় ১০০জনের নাম রয়েছে তালিকায়। পাশাপাশি এবার তারকা মুখেও জোর দিয়েছে তৃণমূল। বহু আসনে লড়ছেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা। 

বিস্তারিত আসছে...

.