WB assembly election 2021: চাকদহে ছড়ার ছন্দে জমে উঠেছে ভোটপ্রচার

আগে মূলত কার্টুন এঁকেই প্রচার হত, মত রাজনৈতিক নেতাদের।

Updated By: Mar 14, 2021, 04:18 PM IST
 WB assembly election 2021: চাকদহে ছড়ার ছন্দে জমে উঠেছে ভোটপ্রচার

নিজস্ব প্রতিবেদন: দরজায় কড়া নাড়ছে ভোট। ঠিক তার আগে পুরোদস্তুর দেওয়াল লিখনে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। কেউ আঁকছে কার্টুন, কেউ লিখছে ছড়া। চাকদহ বিধানসভা কেন্দ্রে এটাই এবারের প্রচারের ছবি।

কেন, হঠাৎ ছড়া কেন?

তৃণমূল প্রার্থী শুভংকর সিংহ বলছেন, প্রচারের ধরন পাল্টেছে, তাই এই ধরনের উদ্যোগ। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাথা থেকেই বেরোচ্ছে এই সব কবিতা বা ছড়া।

আরও পড়ুন: WB Assembly Election 2021: প্রার্থী হতে নারাজ, স্রেফ নির্বাচনী প্রচারেই Mithun

চাকদহ (chakdaha) বিধানসভা কেন্দ্রে বিজেপি'র (bjp) পক্ষ থেকে বলা হচ্ছে, ষাটের দশকে আগে যখন ফ্লেক্স ছিল না সেই সময়ে মূলত কার্টুন (cartoon) এঁকেই ভোটপ্রচার হত। কবিদের দেশ বাংলায় ভোটপ্রচারে কবিতা বা ছড়া থাকবে না, এটা হয় নাকি?

ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও তৃণমূল (tmc) প্রার্থীনাম ঘোষণা করায় অধিকাংশ দেওয়ালেই এখন তৃণমূলের প্রচারই বেশি শোভা পাচ্ছে। বিজেপির প্রার্থীতালিকা পুরোপুরি ঘোষিত না হওয়ায় ভোটপ্রচারে দেওয়ালে-দেওয়ালে সেভাবে এখনও নেই তারা।

তবে কবিতা বা ছড়া যে ভোটপ্রচারের অংশ হতে পারে সেটা সব দলই মেনে নিচ্ছে।

আরও পড়ুন: West Bengal Assembly Election : তৃতীয় ও চতুর্থ দফায় BJP-র তারকা প্রার্থী ও তাঁদের কেন্দ্র

.