WB assembly election 2021 : ফের উত্তেজনা কেশপুরে, আক্রান্ত শিউলি সাহার এজেন্ট, কান্নায় 'ভেঙে পড়লেন' TMC প্রার্থী

হাবিবুর রহমানের  গাড়ি ভাঙচুর করা হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। 

Updated By: Apr 1, 2021, 06:35 PM IST
WB assembly election 2021 : ফের উত্তেজনা কেশপুরে, আক্রান্ত  শিউলি সাহার এজেন্ট, কান্নায় 'ভেঙে পড়লেন' TMC প্রার্থী

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় দফার ভোটগ্রহণের শেষ পর্বে এসে ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূল প্রার্থী শিউলি সাহার পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

অভিযোগ, শিউলি সাহার পোলিং এজেন্ট হাবিবুর রহমানকে মারধর করেন বিজেপির কর্মীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, তিনি বুথে বুথে ঘুরছিলেন। সেইসময়ই তাঁর গাড়ির উপর চড়াও হন বিজেপি কর্মীরা। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারধরের চোটে গুরুতর জখম হয়েছেন হাবিবুর রহমান।

তাঁকে গুরুতর আহত অবস্থায় কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিত্সাধীন তিনি। তাঁর আঘাত অত্যন্ত গুরুতর বলে খবর। পোলিং এজেন্ট আক্রান্ত হওয়ার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন শিউলি সাহা। হাসপাতালে এসে আহত হাবিবুর রহমানকে দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তৃণমূল প্রার্থী শিউলি সাহাকে।

আরও পড়ুন, West Bengal Election 2021: নন্দীগ্রামে মহিলা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ, বাহিনীর বিরুদ্ধে কমিশনে TMC

.