WB Assembly Election 2021: একসঙ্গে রান্না করছে TMC-BJP, তৃতীয় দফায় দুপুরের মেনুতে লুচি আর কষা আলুরদম

ভোট দেওবার আগে কিংবা পরে নিজেদের দলের সমর্থকদের হেঁসেল থেকেই নিয়ে যাচ্ছেন গরমগরম লুচি ও আলুরদম।

Updated By: Apr 6, 2021, 10:38 AM IST
WB Assembly Election 2021: একসঙ্গে রান্না করছে TMC-BJP, তৃতীয় দফায় দুপুরের মেনুতে লুচি আর কষা আলুরদম
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভোট। কার্যত ফুটছে পরিস্থিতি। বুথে বুথে বিক্ষিপ্ত অশান্তিও অব্যাহত। কিন্তু তারমধ্যেই অন্য ছবি। যা কার্যত মন ভাল করে দেয়। জগতবল্লব পুরের বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রাম। ভোট উৎসবে মেতেছেন সকলে। অশান্তি-ঝামেলার আঁচ মাত্র নেই। এখানে এলে মনে হবে যেন কোনও বিয়েবাড়ির অনুষ্ঠান চলছে। মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে গরমগরম লুচি ভাজছেন। সঙ্গে কষা আলুরদম। ভোট উপলক্ষে এই আয়োজন।

স্থানীয় তৃণমূল ও বিজেপি দু-পক্ষের কর্মীদের মিলিত আয়োজন। খাবারের আয়োজন হয়েছে ভোটার ও তার পরিবারের জন্য। স্থানীয় ভোটার থেকে দু-দলের কর্মীরা। ভোট দেওবার আগে কিংবা পরে নিজেদের দলের সমর্থকদের হেঁসেল থেকেই নিয়ে যাচ্ছেন গরমগরম লুচি ও আলুরদম। ঘটনায় অভিযোগ উঠতেই পারে যে খাবার দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। 

কিন্তু এনিয়ে কারও কোনও অভিযোগ নেই। দু-পক্ষই জানালো এটাই এই গ্রামের রীতি। যা চলে আসছে দীর্ঘদিন ধরে। প্রতি  ভোটেই এই আয়োজন করা হয়। আগে দেওয়া হত ছোলা-মুড়ি আর এখন লুচি-আলুরদম। খুশি সবাই। হই হই করেই পালন হচ্ছে ভোট উৎসব। ভোটের উত্তপ্ত পরিস্থিতিতে এমন সম্প্রীতির ছবি সত্যিই স্বস্তি দেয়। 

আরও পড়ুন: West Bengal Election 2021: গোঘাটে BJP কর্মীকে খুনের অভিযোগ, ময়নাতদন্তে নেই আঘাতের চিহ্ন

.