WB Assembly Election: BJPর প্রার্থী তালিকা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, শ্রীকান্ত ঘোষের সমর্থনে পোস্টারে ছয়লাপ হাওড়া
কোথাও লেখা 'বিশিষ্ট সমাজসেবী' কোথাও 'গরিবের ত্রাতা' কোথাও আবার লেখা 'শ্রীকান্ত ঘোষকে প্রার্থী হিসেবে দেখতে চাই কোনও বহিরাগতকে নয়।'
নিজস্ব প্রতিবেদন: ফের বিজেপির প্রার্থী তালিকা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। এবার ঘটনাস্থল দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শ্রীকান্ত ঘোষের সমর্থনে ব্যানার পড়ল বিভিন্ন জায়গায়। কোথাও লেখা 'বিশিষ্ট সমাজসেবী' কোথাও 'গরিবের ত্রাতা' কোথাও আবার লেখা 'শ্রীকান্ত ঘোষকে প্রার্থী হিসেবে দেখতে চাই কোনও বহিরাগতকে নয়।' জানা গিয়েছে, দক্ষিণ হাওড়া নাগরকিবৃন্দর পক্ষ থেকে এই ব্যানার লাগানো হয়েছে। বিজেপিতে টিকিট না পেয়ে সাধারণ মানুষের কথায় নির্দল প্রার্থী হিসেবে লড়তে চলেছেন শ্রীকান্ত ঘোষ।
আরও পড়ুন: আন্তর্জাতিক পশু পাচার চক্রের ট্রানজিট পয়েন্ট বাংলা, বেলিরিয়াস রোডে হানা ED-র
ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্তকে প্রার্থী করা হয়েছে ওই কেন্দ্রে। যদিও তাঁকে প্রার্থী করার পরেই তিনি নির্বাচনে দাঁড়াতে চান না বলে দাবি করেও শেষে দলের চাপে পিছু হঠেন। এরই মধ্যে আজ সকালেই দক্ষিণ হাওড়ায় একাধিক জায়গায় শ্রীকান্ত ঘোষের সমর্থনে ব্যানারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এই প্রসঙ্গে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত জানান, 'বিজেপির মতো বড়ো দলে অনেকেই প্রার্থী হতে চায়। কিন্তু এই দলে একটা শৃঙ্খলা রয়েছে। দল যাঁকে প্রার্থী করবে তাঁকেই কর্মীরা সমর্থন করবে এটাই নিয়ম। দলের সংগঠনও ওই প্রার্থীর সঙ্গে থাকবে।'
তাঁর আরও দাবি, 'কারও যদি কোনও মান অভিমান থাকে তাহলে দলীয় নেতৃত্বকে জানাতে পারেন।' তবে তিনি চান বিজেপি কর্মীরা দলের হয়ে কাজ করুক। কোনও ব্যক্তিকে দেখে নয়। স্থানীয় বাসিন্দা কিরণ মেহেতা দাবি করেন শ্রীকান্ত ঘোষ দক্ষিণ হাওড়ার ভূমিপুত্র। সাধারণ মানুষ তাকে ভালবাসে। এই কেন্দ্রে তাকেই প্রার্থী করা হোক। তাঁকে প্রার্থী না করায় সাধারণ মানুষের মন ভেঙেছে। তিনি দাবি করেন, নির্দল প্রার্থী হিসেবে লড়াই করলে শ্রীকান্ত ঘোষ জিতবেন। শ্রীকান্ত ঘোষ জানান, 'বিজেপি ও তৃণমূল দক্ষিণ হাওড়ায় যাদের প্রার্থী করেছে তারা বহিরাগত। এই কেন্দ্রের মানুষ বহিরাগত প্রার্থী চাইছে। মানুষ তাকেই চাইছে। সে ক্ষত্রে নির্দল প্রার্থী হয়েও তিনি লড়তে প্রস্তুত।'