WB Assembly Election 2021: 'ভোটে লড়তে চাই না,' তালিকা প্রকাশের পরই BJPর প্রার্থী পদে 'না' রন্তিদেবের
নাম ঘোষণার পরই কার্যত বেঁকে বসেছেন রন্তিদেব সেনগুপ্ত। ভোটে লড়তে নারাজ তিনি। আজই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদন: প্রার্থী হতে চান না, শুধুই প্রচারে থাকতে চান। বিজেপির তৃতীয়-চতুর্থ দফার তালিকা প্রকাশের পর এমনটাই জানালেন রন্তিদেব সেনগুপ্ত। রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তৃতীয় চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানেই ঘোষণা হয় হাওড়া দক্ষিণে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন রন্তিদেব। উল্লেখ্য, দ্বিতীয় তালিকা প্রকাশের পরই তালিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরে
নাম ঘোষণার পরই কার্যত বেঁকে বসেছেন রন্তিদেব সেনগুপ্ত। ভোটে লড়তে নারাজ তিনি। আজই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এরপরেই রন্তিদেব সেনগুপ্ত জানিয়েছেন, 'আমাকে না জানিয়েই নাম ঘোষণা করা হয়েছে। ভোটে লড়তে চাই না, শুধুই প্রচারে থাকতে চাই।' এ বিষয়ে তিনি জানিয়েছে, শুধু হাওড়া থেকেই নয়, কোনও কেন্দ্র থেকেই প্রার্থী হতে চান না তিনি। এর কারণ জানতে চাওয়া হলে এ বিষয়ে স্পষ্ট করে কোনও উত্তর তিনি দেননি। জানিয়েছে এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়।