WB assembly election 2021 : '১০ বছরে বাংলাকে শেষ করে এখন ১০ অঙ্গীকার', মমতাকে কড়া আক্রমণ মোদীর

"দিদির দল নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি। সিলেবাস কাটমানি। সিলেবাস সিন্ডিকেট।" 

Updated By: Mar 20, 2021, 03:53 PM IST
WB assembly election 2021 : '১০ বছরে বাংলাকে শেষ করে এখন ১০ অঙ্গীকার', মমতাকে কড়া আক্রমণ মোদীর

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা ভোট (WB assembly election 2021) উপলক্ষে দলের নির্বাচনী ইস্তেহারে (Manifesto) ১০টি অঙ্গীকার করেছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এদিন খড়্গপুরের সভা থেকে তৃণমূলের ইস্তেহারকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কটাক্ষ করলেন, "দিদি ১০ বছরে বাংলাকে শেষ করে ১০ অঙ্গীকারের কথা বলছে।"

এদিন খড়্গপুরের সভায় মোদী (Narendra Modi) তোপ দাগেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিশ্বাস করে ক্ষমতায় এনেছিল। কিন্তু তৃণমূল (TMC) নেত্রী বিশ্বাসঘাতকতা করেছেন বলে চড়া সুরে আক্রমণ শাণান মোদী। বলেন, "বিগত ১০ বছরে বাংলা ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে গিয়েছে। ১০ বছর ধরে শুধু লুঠতরাজের সরকার চলেছে। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ চলেছে। আর এখন ১০ অঙ্গীকারের কথা বলছেন দিদি।"

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর পাড়ায় Babul Supriyo-কে প্রচারে 'বাধা', রিপোর্ট তলব কমিশনের

তৃণমূলের (TMC) শাসনকালে ১০ বছরে বাংলার যুবসমাজ চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) নিশানা করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর কথায়, "দিদির দল নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি। সিলেবাস কাটমানি। সিলেবাস সিন্ডিকেট।" প্রসঙ্গত, নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশ করে রাজ্যের প্রত্যেক পরিবারকে ন্যূনতম রোজগারের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূলের (TMC) ইস্তেহার (Manifesto) প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন,
-১০ লক্ষ এমএসএমই করব। জঙ্গলমহল শিল্পনগরীতে ৬৪ হাজার কোটি টাকার প্রকল্প। 
- বাংলা আবাস যোজনার মাধ্যমে ২৫ লক্ষ অতিরিক্ত বাড়ি তৈরি করব। এই সুবিধা বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতিদের দেওয়া হবে।
-ঘরে ঘরে সস্তায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। 
-প্রত্য়েক বাড়ির দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেব।  
-ছাত্র-যুবকদের স্বাবলম্বী করতে নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। তাতে ১০ লক্ষ টাকা ঋণ পাবে মাত্র ৪ শতাংশ সুদ। 
-নতুন সরকারে এসে পরিবারের জন্য ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব।
-বেকারত্বের হার অর্ধেক করব। সরকারি-বেসরকারি চাকরির ব্যবস্থা করব। 

আরও পড়ুন, WB assembly election 2021: আমার বিরুদ্ধে অমিত শাহ প্রার্থী হলে ভাল হত, জাতীয়স্তরে বিখ্যাত হয়ে যেতাম: কৃষ্ণেন্দুনারায়ণ

.