WB assembly election 2021: নাগরাকাটা বিধানসভায় ঘোষিত হল যোসেফের নাম, যুবদের উৎসাহ দেখে খুশি প্রার্থী

প্রাক্তন বিধায়ককে (Sukra Munda)কটাক্ষ যোসেফের (Joseph Munda)।

Updated By: Mar 6, 2021, 06:49 PM IST
 WB assembly election 2021:  নাগরাকাটা বিধানসভায় ঘোষিত হল যোসেফের নাম, যুবদের উৎসাহ দেখে খুশি প্রার্থী

নিজস্ব প্রতিবেদন: মালবাজার মহকুমার নাগরাকাটা বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রস প্রার্থী হিসাবে যোসেফ মুণ্ডার নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাগরাকাটা  (nagrakata) ব্লক তৃণমূল যুব সভাপতি এবং যুব কার্যকর্তারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। শনিবার নাগরাকাটায় একটি সভায় স্বাগতও জানানো হয় যোসেফকে (Joseph Munda)। এদিন যুবদের উৎসাহ ও আগ্রহ দেখে খুশি হন তৃণমূলের (TMC) প্রার্থী যোসেফ। তিনি জানান, তাঁকে বিজয়ী করার ক্ষেত্রে যুবদেরই মুখ্য ভূমিকা থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকাশমূলক কাজ নিয়ে মানুষের কাছে যাওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন:  WB Assembly Election 2021: জিততে না পারলে, Mamata-র বাড়ির সামনে ডেডবডি থাকবে: Tapas Chatterjee

এই আসনের ভূতপূর্ব বিধায়ককে শুক্র মুণ্ডাকে (Sukra Munda) কটাক্ষ করেন যোসেফ। তিনি বলেন, নাচতে না জানলে উঠানের দোষ। মুখ্যমন্ত্রী উপজাতিদের উন্নয়নে (tribal development) জোর দিয়েছিলেন। এজন্য একজন ট্রাইবাল মানুষকেই বিধায়ক করেছিলেন। আর উনি (শুক্র) বলছেন, উন্নয়নের কাজে রাজ্য সরকার নাকি বাধা দিয়েছে। এই মন্তব্য মিথ্যা। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি এলাকায় জয়ী হয়ে মানুষের জন্য কাজ করব। 

উল্লেখ্য, এই নাগরাকাটা তৃণমূল বিধায়ক শুক্র মুণ্ডা কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (bjp) যোগ দেন। 

আরও পড়ুন: WB assembly election 2021: ভগ্নদশাতেও নীতির সঙ্গে আপস নয়, Moinuddin-কে পত্রপাঠ বিদায় ফব-র

.