WB assembly election 2021 : '৬ মাসেই বদলাবে বাংলা', উন্নয়নের সময়সীমা বেঁধে দিলেন Mithun Chakraborty

 বিজেপি (BJP) রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে মানুষ পরিবর্তন বুঝতে পারবে। সোনার বাংলা তৈরি হবে।

Updated By: Mar 28, 2021, 10:05 PM IST
WB assembly election 2021 : '৬ মাসেই বদলাবে বাংলা', উন্নয়নের সময়সীমা বেঁধে দিলেন Mithun Chakraborty

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় দফার ভোটের আগে এদিন প্রথমে বাঁকুড়ার ইন্দাসে, তারপর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা, কেশপুর, শেষে ডেবরায় রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মিঠুনের রোড শো উপলক্ষে সর্বত্রই ছিল অগনিত মানুষের ভিড়। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে একবার দেখার জন্য রাস্তার দুধারে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ। এদিন রোড শো থেকেই মিঠুন চক্রবর্তী সাফ জানালেন, বাংলায় এবার পরিবর্তন আসছেই। একইসঙ্গে বাংলায় উন্নয়নের সময়সীমাও বেঁধে দিলেন তিনি।

বাঁকুড়ার ইন্দাসে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এদিন বলেন, "পরিবর্তন আসছেই।" এরপর দিনের শেষে ডেবরায় বিজেপি (BJP) প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে জনসভায় বাংলার উন্নয়নের '৬ মাসের' সময়সীমাও নির্দিষ্ট করে দেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। মিঠুন বলেন, "পরিবর্তনের স্লোগান দেওয়া হলেও বিগত ১০ বছরে তা হয়নি। কিন্তু সেই পরিবর্তনের স্লোগান দিয়েই ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস (TMC)।" তোপ দাগেন, "তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে তিনি শুনতেন, বিরোধীদের ভোট দিলে, জল-বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। ওপরেও পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হত। সেই পরিস্থিতি এখনও চলছে। তৃণমূলের তরফে বিজেপি সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে, বিজেপিকে ভোট দিলে জল-বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে।" 

এরপরই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দাবি করেন যে, বিজেপি (BJP) রাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে মানুষ পরিবর্তন বুঝতে পারবে। তিনি বলেন, "সোনার বাংলা তৈরি হবে। হাসপাতালের বেড শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। যার জন্য বাড়তি কোনও পয়সা সাধারণ মানুষকে দিতে হবে না। বিদ্যুতের দাম ১০০ শতাংশ কমানো হবে। বাংলায় শিল্পস্থাপনে উদ্যোগী শিল্পপতিদের পাশে থাকবে সরকার। তোলাবাজির খপ্পরে পড়তে হবে না। পাশাপাশি বাংলায় আসা শিল্পপতিদের সাফ বলে দেওয়া হবে যে, বাংলার বেকার যুবকদের চাকরি দিতে হবে।" একইসঙ্গে ডেবরার সভায় মিঠুন চক্রবর্তী আরও বলেন যে, "আবেদন করার ৯০ দিনের মধ্যে সবকিছুর লাইসেন্স দেওয়া হবে।"

আরও পড়ুন, WB assembly election 2021 : '৩৫৬ জারি করে যেন ভোট হচ্ছে', বিরুলিয়ায় শাহকে নিশানা মমতার

WB assembly election 2021: Mithun-র প্ররোচনায় 'হামলা,' BJP-TMC সংঘর্ষে ফের উত্তপ্ত কেশপুর

.