WB Assembly Election: অশান্তি এড়াতে কীভাবে বুথ ম্যানেজমেন্ট? নির্দেশিকা কমিশনের

ভোটে কীভাবে হবে বুথ ম্যানেজমেন্ট, সঞ্জয় বসু নির্বাচন কমিশনের ডেপুটি সিইও জানিয়েছেন  LWE অর্থাত্‍ মাওবাদী অধ্যূষিত এলাকায় প্রতি বুথেই থাকছে এক সেকসন অর্থাত্‍ আট জন করে বাহিনী। 

Updated By: Mar 20, 2021, 05:08 PM IST
WB Assembly Election: অশান্তি এড়াতে কীভাবে বুথ ম্যানেজমেন্ট? নির্দেশিকা কমিশনের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভোটে কীভাবে হবে বুথ ম্যানেজমেন্ট, সঞ্জয় বসু নির্বাচন কমিশনের ডেপুটি সিইও জানিয়েছেন  LWE অর্থাত্‍ মাওবাদী অধ্যূষিত এলাকায় প্রতি বুথেই থাকছে এক সেকশন অর্থাত্‍ ৮ জন করে বাহিনী। 

মাও অধ্যুষিত এলাকার বাইরে

১-টি বুথের জন্য ৪ জন জওয়ান
২ থেকে ৪ টি বুথের জন্য--- ৮ জন জওয়ান
৫-৮ টি বুথের জন্য --১২ জন জওয়ান থাকবে
৯-১৫ টি বুথের ক্ষেত্রে ১৬ জন জওয়ান। 

বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্যের কোনও সশস্ত্র বাহিনী থাকবে না।

তবে লাঠিধারী হোমগার্ড, কনস্টেবল বা ন্যাশানাল ভলান্টিয়ার ফোর্স থাকবে বুথ প্রেমেসিসের মধ্যে। তাদের কাজ হবে ভোটারদের লাইন কন্ট্রোল করা। ভিড় যাতে না হয় সেই দিকটা দেখা।
* ১ কোম্পানি ফোর্স অর্থাৎ ৭২ জন সেনাকে ৯ টা সেক্টর এ ভাগ করা হচ্ছে
* ৮ টা সেক্টর কে ৮ টা পোলিং স্টেশনে পাঠানো হবে
* বাকী একটা সেক্টরকে কুইক রেসপন্স টিম এ পাঠান হবে
* কুইক রেসপন্স টিম এ একজন স্টেট পুলিস অফিসার থাকবেন।
* রাজ্যের সশস্ত্র বাহিনী থাকবে বুথের বাইরে।

রাজ্যের সশস্ত্র বাহিনী সম্পর্কে বিরোধী দলের অভিযোগ কে মান্যতা দিয়ে এই সিদ্ধান্ত কমিশনের।

.