WB Assembly Election 2021: টিটাগড়ে বিকট বিস্ফোরণ উড়ে গেল বাড়ির ছাদ, ধ্বংস্তূপে চাপা পড়ে মৃত ১
ঘরটিতে যত্রতত্র ছড়িয়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম। ফলে ঘরটিতে বোমা বানানো হচ্ছিল এমন সম্ভাবনাও উঠে আসছে
নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার একটি বিশাল এলাকা। জগদ্দল, কাঁচড়াপাড়ায় পড়ল বোমা। টিটাগড়ে বিস্ফোরণে উড়ে গেল একটি বাড়ির ছাদ।
আরও পড়ুন-খুনের মামলার সাক্ষীকে সরিয়ে দিতেই হামলা? গুলিবিদ্ধ TMC সমর্থক, তুলকালাম শালিমার
মঙ্গলবার রাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের(Titagarh) জে সি রোড এলাকার একটি ঘর। বিস্ফোরণের দাপটে ঘরটির ছাদ উড়ে যায়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে রাজকুমার যাদব নামে এক গাড়ি চালকের। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছ। এই দুজনের কোনও রাজনৈতিক পরিচয় জানা যায়নি। বিস্ফোরণে ঘরটি ভেঙে পড়ার পর ধ্বংসস্তূপের নীচে থেকে ওই দুজনকে উদ্ধার করেন স্থানীয়রা।
তদন্তে নেমে পুলিসের নজরে এসেছে, ঘরটিতে যত্রতত্র ছড়িয়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম। ফলে ঘরটিতে বোমা বানানো হচ্ছিল এমন সম্ভাবনাও উঠে আসছে। এলাকাবাসী ওই দুজনের সম্পর্কে মুখ খুলতে চাননি।
আরও পড়ুন-ভোটের আগে উত্তপ্ত জগদ্দল-টিটাগড়-কাঁচড়াপাড়া, অর্জুন সিংয়ের বাড়ির সামনে পড়ল বোমা
এনিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Singh) বলেন, পুলিস কোনও কাজ করেছে না। টিটাগড়ে বোমা বানাতে গিয়ে একজনের মৃত্যু হল, একজন আহত হল। এখানে যেভাবে বোমা মজুত করা হচ্ছে তাতে সাধারণ মানুষ কীভাবে ভোট দেবেন তা নিয়েই তাঁরা আতঙ্কিত।