WB assembly election 2021: ডামডিম চা-বাগানে প্রচারে বুলুচিক বড়াইক

তাঁর সঙ্গে কর্মী-সমর্থকের সংখ্যা কম ছিল বলেই খবর।

Updated By: Mar 23, 2021, 07:01 PM IST
WB assembly election 2021: ডামডিম চা-বাগানে প্রচারে বুলুচিক বড়াইক

নিজস্ব প্রতিবেদন: ডামডিম চা-বাগান এলাকায় ভোট প্রচার সারলেন মালবাজার বিধানসভার প্রার্থী বুলুচিক বড়াইক।

মঙ্গলবার বিকেলে ডামডিম চা-বাগান এলাকায় ভোট প্রচার সারলেন মালবাজার (Malbazar) বিধানসভার প্রার্থী বুলুচিক বড়াইক (Bulu chik baraik)। এ দিন চা-বাগানের (tea garden) অলিগলি এবং বিভিন্ন শ্রমিক আবাসনে গিয়ে শ্রমিকদের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। তবে এদিন বুলুচিক বড়াইকের সঙ্গে সেরকম কর্মী-সমর্থকদের দেখা যায়নি বলেই স্থানীয় সূত্রে খবর। এ ব্যাপারে অবশ্য বুলুচিক কিছু বলতে চাননি।

আরও পড়ুন: Bugdet 2021: Tea Garden Workers-দের কল্যাণে ১০০০ কোটি, মিশ্র প্রতিক্রিয়া ডুয়ার্সের শ্রমিক মহলে

বুলুচিক শ্রমিকদের নানা আশ্বাস দেন। তিনি জানান, এবার ক্ষমতায় এসে শ্রমিকদের জন্য আরও কাজ করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছে, জয় জোহর প্রকল্প চালু হয়েছে। চালু হয়েছে চা-সুন্দরী। আগামী দিনে শ্রমিকরা যাতে জমির পাট্টা পান তার ব্যবস্থাও করা হবে।

এদিন প্রচণ্ড গরমের মধ্যেই চা-বাগানের আনাচে-কানাচে গিয়ে প্রচার সারলেন বুলুচিক। এদিন বাগানের একটি চার্চেও যান তিনি। সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাও করেন।

আরও পড়ুন: চিতাবাঘের আতঙ্কে সন্ত্রস্ত মানাবাড়ি চা-বাগান

 

.