WB Assembly Election 2021: পরিবর্তন নিশ্চিত, আর কয়েকটা সিট পেলেই Magic Figure-এ পৌঁছে যাবে BJP
শুভেন্দু বলেন, নন্দীগ্রামে পিসিকে টাটা বাই বাই করে দিয়েছি
নিজস্ব প্রতিবেদন: পঞ্চম দফার ভোটে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার গয়েশপুর। বকুলতলায় বোমার আঘাতে অচৈতন্য হয়ে পড়েন বিজেপি কর্মী, সেখানকার এক বুথে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল। এনিয়ে সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন-ভোট না থাকলেও অশান্তি গোঘাটে, গুলিবিদ্ধ BJP-র আইটি সেলের ইনচার্জ
শনিবার বীরভূমের ইলামবাজারে বিজেপির জনসভায় যোগ দেওয়ার আগে শুভেন্দু বলেন, এটা তৃণমূল কংগ্রেসের অভ্যেসে পরিণত হয়েছে। পুলিসের একটা অংশ কয়লা, গরু, বালি থেকে করে খেয়েছে। তারা, আর কিছু লুম্পেন, পঞ্চায়েতের কিছু লোক যারা তোলা তোলে তারা ছাড়া আর কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। তারা যখন দেখছে দলে দলে মানুষ ভোট দিতে বেরিয়ে যাচ্ছে তখন আতঙ্কিত হয়ে মারপিট করছে। যদি কিছু ভোট কমানো যায়। এতে কোনও লাভ হবে না। পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত। ১৮০টা সিটে ভোট হয়ে গেল। আমার বিশ্বাস আর কয়েকটা ভোট পেলেই ম্যাজিক ফিগার ক্রস করে যাবে বিজেপি।
এদিকে, এদিন ইলামবাজারের সভায় শুভেন্দু বলেন, বীরভূমে কয়লা পাচার হচ্ছে, গরু পাচার হচ্ছে, পাথর পাচার হচ্ছে। এবার ভাইপো মানব দেহের দুটো কডনির মধ্যে একটা পাচার করে দেবে। দিদিমনি যতদিন ছিলেন, আমিও ছিলাম। যেদিন উনি পিসিমনি হয়েছেন, আমিও দল ছেড়েছি।
বিজেপির জেলা সভাপতি অনুব্রত মন্ডলের(Anubrata Mandal) নাম না করে শুভেন্দু বলেন, এখানে তৃণমূলের সুপার ম্যান। গন্ডা গন্ডা চাল কলের মালিক। এখানে তৃণমূলের গোরু পাচারকারী এনামূল। তার সঙ্গে সুপার ম্যানের দারুণ সম্পর্ক। ধৈর্য ধরুন। এই সুপার ম্যানকে ইডি, সিবিআই ছোটাবে।
আরও পড়ুন-'অন্যায় তো কিছু বলিনি', শীতলকুচিকাণ্ডে অডিয়ো টেপ নিয়ে সরব Mamata
নন্দীগ্রামের ভোট নিয়েও সবর হন শুভেন্দু(Suvendu Adhikari)। বলেন, নন্দীগ্রামে পিসিকে টাটা বাই বাই করে দিয়েছি। ওখানে দিদি বললেন খেলা হবে। আর দুপুরে ১ টার পর নিজে খেলতে নামলেন। বীরভূমে বালি পাথরের টাকা কোথায় যায় সবাই জানে। তৃণমূলের মদতে সমস্ত নদী কেটে বালি তুলে নেওয়া হচ্ছে৷ আপনারা জানেন পূর্ব বর্ধমান, হুগলি আর বীরভূমের লিজ কে পান। তার নাম পবন আরোরা, পবন আরোরা হলেন তোলাবাজ ভাইপোর শালির যার সঙ্গে যার বিয়ে হয়েছে তার বাবা।