WB Assembly Election 2021: 'নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছে, মেদিনীপুরের ভূমিপুত্রকেই চাই': Suvendu

বহিরাগত ইস্যুতে এবার পাল্টা নিশানা মমতাকে (Mamata Banerjee)।

Updated By: Mar 5, 2021, 09:57 PM IST
WB Assembly Election 2021: 'নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছে, মেদিনীপুরের ভূমিপুত্রকেই চাই': Suvendu

নিজস্ব প্রতিবেদন: 'নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছে, মেদিনীপুরের ভূমিপুত্রকেই চাই'। বহিরাগত ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হুঁশিয়ারি দিলেন, 'নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন কেন? ভবানীপুরে যত ভোটে হারতেন, নন্দীগ্রামে তার থেকে তিনগুণ ভোটে হারাব'।

যাবতীয় জল্পনার অবসান, Zee ২৪ ঘণ্টার খবরেই শেষপর্যন্ত শিলমোহর পড়ল। ভবানীপুরে নয়, একুশের ভোট (WB Assembly Election 2021) শুধুমাত্র নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন প্রার্থীতালিকা ঘোষণা পরেই নিজেই সেকথা জানালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'আমি নন্দীগ্রামেই লড়ছি। কথা দিলে কথা রাখি। যাদবপুরে লড়াই শুরু করেছিলাম। তখন কেউ সেখানে দাঁড়াতে চায়নি। হাজরায় মারা হয়েছিল। তারপর দক্ষিণ কলকাতায় দাঁড়াতাম। ভবানীপুরে ২ বার বিধানসভার নির্বাচনে জিতেছি। নির্বাচনে দাঁড়ালাম কিনা বড় ব্যাপার নয়। এখানে নজর রাখব। আমি নন্দীগ্রামে দাঁড়াব।'

আরও পড়ুন: WB Assembly Election 2021: BJP আসা মানে বাংলার সর্বনাশ, তৃণমূলকে আনা মানে স্বর্ণ সকাল: Mamata

'স্বচ্ছ নির্বাচনে'র দাবি তুলে বহিরাগত ইস্যুতেও ফের বিজেপিকে (BJP) নিশানা করেন মমতা। বলেন, 'বাংলাকে বহিরাগত গুন্ডাদের দিয়ে শাসন করতে দেব না। যাঁরা বাংলায় বাস করেন বা ভোটপ্রচারে আসছেন, তাঁদের বহিরাগত বলছি না। বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোন কোন হোটেলে আছে জানি'! পাঁশকুড়ার জনসভা থেকে শুভেন্দুর (Suvendu Adhikari) পাল্টা,  'নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছে, মেদিনীপুরের ভূমিপুত্রকেই চাই, বহিরাগতকে নয়'।

আরও পড়ুন: WB Assembly Election 2021: 'টালিগঞ্জে আমিও দাঁড়াতে পারি', বিকল্প হাতে রাখছেন Mamata?

প্রসঙ্গত, একুশের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় তারকার ছড়াছড়ি। বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ-সহ অনেকেই। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সায়নী ঘোষকে প্রার্থী করেছে। শিবলিঙ্গ নিয়ে এমন নোংরা কথা বলেছে, আমার পক্ষে বলা সম্ভব নয়। তাঁকেও প্রার্থী করেছে! প্রার্থী তালিকা দেখেই বুঝে গিয়েছে, মেদিনীপুরে ১৬-০ হবে'। পাঁশকুড়ায় যিনি প্রার্থী হবেন, তাঁকে নিয়ে গ্রামে গ্রামে ঘোরার ঘুরবেন বলে জানিয়েছেন শুভেন্দু। 

.