WB assembly election 2021 : বারুইপুরে রাজনৈতিক সংঘর্ষে চরমে উত্তেজনা, মৃত ১, নিখোঁজ ৩ সহ আহত কমপক্ষে ১০

WB assembly election 2021 : হামলার ঘটনায় তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বারুইপুর (Baruipur) পুর্ব বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম (CPIM) প্রার্থী স্বপন নস্কর।

Updated By: Mar 25, 2021, 10:40 AM IST
WB assembly election 2021 : বারুইপুরে রাজনৈতিক সংঘর্ষে চরমে উত্তেজনা, মৃত ১, নিখোঁজ ৩ সহ আহত কমপক্ষে ১০
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : সংযুক্ত মোর্চা ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হল ১ তৃণমূল (TMC) কর্মীর। মৃতের নাম রুহুল আমিন মিদ্দে। বয়স ৬০ বছর। একইসঙ্গে আহত হয়েছেন দু'পক্ষের আরও প্রায় ১০ জন। যারমধ্যে সংযুক্ত মোর্চার ৩ কর্মী নিখোঁজ বলেও জানা যাচ্ছে। বুধবার রাতে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বারুইপুরের (Baruipur) বেলেগাছিতে। সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বেলেগাছি এলাকায়। আজ সকালেও এলাকা থমথমে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বারুইপুর থানার পুলিস।

হামলার ঘটনায় তৃণমূলের (TMC) ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন সংযুক্ত মোর্চা ও বিজেপির (BJP) দিকে। তাঁর অভিযোগ, রাতের বেলা আইএসএফ (ISF), সিপিআইএম (CPIM) ও বিজেপি গোপন বৈঠক করছিল বেলেগাছি এলাকায়। সেইসময় তৃণমূলের কয়েকজন কর্মী সেই জায়গা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায় সংযুক্ত মোর্চা ও বিজেপি। হামলার জেরে ৫ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হন। যার মধ্যে রুহুল আমিন মিদ্দে নামে ওই তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভোর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

আরও পড়ুন, স্বাস্থ্যসাথীর পোর্টালে বিভ্রাট, দিনভর চরম হয়রানির শিকার রোগীরা

যদিও হামলার ঘটনায় তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বারুইপুর (Baruipur) পুর্ব বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম (CPIM) প্রার্থী স্বপন নস্কর। তিনি পাল্টা শাসকদলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে, বেলেগাছিতে সংযুক্ত মোর্চার এক কর্মীর বাড়িতে বৈঠক চলছিল। অতর্কিতে সেখানে তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা-ই হামলা চালায়। হামলার ঘটনায় ৫ জন সংযুক্ত মোর্চা কর্মী আহত হন। যার মধ্যে ৩ জন আবার নিখোঁজ রয়েছেন। সবমিলিয়ে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 

আরও পড়ুন, টিটাগড়ে BJP কর্মীকে লক্ষ্য করে গুলি, গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার TMC-র

.