WB assembly election 2021 : 'একতরফা ভোটিং হয়েছে, নন্দীগ্রামে হারছেন-ই মমতা', অমিতের 'শাহি' ঘোষণা

" কাল একতরফা ভোটিং হয়েছে। ২ দফা মিলিয়ে ৫০-এর আশেপাশে আসন পাবে বিজেপি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা পার করব।"

Updated By: Apr 2, 2021, 06:41 PM IST
WB assembly election 2021 : 'একতরফা ভোটিং হয়েছে, নন্দীগ্রামে হারছেন-ই মমতা', অমিতের 'শাহি' ঘোষণা

মৌপিয়া নন্দী, ডেপুটি এডিটর

নন্দীগ্রামে (Nandigram) হারছেন-ই মমতা বন্দ্যোপাধ্য়ায়। বড় ব্যবধানে হারতে চলেছেন তৃণমূল (TMC) নেত্রী। Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একইসঙ্গে শাহ স্পষ্ট জানালেন যে, তাঁর এখনও মনে হচ্ছে যে দ্বিতীয় কোনও আসনে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রথম দু দফার ভোটগ্রহণ পর্ব মিটতেই আজ উত্তরবঙ্গে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তাঁর প্রচারে সফরসঙ্গী হয় Zee ২৪ ঘণ্টা। কপ্টারে বসে Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শাহ বলেন, "নন্দীগ্রামে (Nandigram) বড় ব্যবধানে হারবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ২ দফা মিলিয়ে ৫০-এর আশেপাশে আসন পাবে বিজেপি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা পার করব।" কীসের ভিত্তিতে, কেন একথা বলছেন অমিত শাহ? তার ব্যাখ্যাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের (Amit Shah) কথায়, "আমাদের যে সকল কার্যকর্তা ওখানে কাজ করছেন, তাঁদের কাছে মানুষের যে ফিডব্যাক রয়েছে, তা থেকেই এটা স্পষ্ট। কাল একতরফা ভোটিং হয়েছে। দিদির ভ্রষ্টাচার কাল ফের দেখা গিয়েছে। যা আরও বুঝিয়ে দিয়েছে যে উনি হারতে চলেছেন। উনি হতাশ হয়ে গিয়েছেন এখন। তাই যেই মোদীর সভা শুরু হল, অমনি একটা বুথে গিয়ে উনি বসে পড়লেন।" 

আরও পড়ুন, ২০২৪-এ বারাণসীতে 'মোদী বনাম দিদি'? TMC-র 'টুইট চ্যালেঞ্জ', যুদ্ধে মজে নেটিজেনরা

প্রসঙ্গত, এতদিন বিরোধীরা বুথ দখল, ছাপ্পা ভোটের যেসকল অভিযোগ করে এসেছে, গতকাল শাসকদলের নেতা-নেত্রীদের মুখে সেকথা শোনা গিয়েছে। ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন স্বয়ং মমতাও। শাহের কথায়, "এটাই বুঝিয়ে দেয় আসল ছবিটা। তৃণমূল (TMC) গতকাল বুথ দখল করতে পারেনি। এতদিন মানুষ তৃণমূলের দৌরাত্ম্যে ভোট দিতে পারেনি, গতকাল মানুষ ভোট দিয়েছে।" মানুষের ভোটেই এবার রাজ্য থেকে তৃণমূল সরকার বিদায় নেবে বলে 'কনফিডেন্ট' শাহ। 

একইসঙ্গে অমিত শাহ বলেন, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, আমফান ত্রাণ দুর্নীতি, অনুপ্রবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে বাংলার মানুষ। সর্বত্র তোষণ চলছে। শরণার্থীদের নাগরিকত্ব পেতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি চলছে। আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে শুধু মতুয়া কেন, প্রত্যেক বাঙালি শরণার্থী-ই নাগরিকত্ব পাবে। পূরণ করা হবে ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি।

আরও পড়ুন, অন্য কেন্দ্রে লড়াই গল্প কথা, নন্দীগ্রামে বিপুল মার্জিনে জিতবেন Mamata: সুব্রত 

.