WB assembly election 2021: গেরুয়াশিবিরেও বিদ্রোহ, জঙ্গলমহলে ৪ টি আসনে প্রার্থী বিক্ষুদ্ধদের
ভোটের আগে তৈরি হল 'সমন্বয় মঞ্চ'।
নিজস্ব প্রতিবেদন: ক্ষোভ বাড়ছিল ক্রমশই। একুশের ভোটের (WB assembly election 2021) আগে প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে এবার ভাঙন ধরল গেরুয়াশিবিরে (BJP)। শালবনীতে বিধানসভায় দল ছাড়লেন বেশ কয়েকজন বিক্ষুদ্ধ বিজেপি নেতা। এমনকী, আলাদা 'সমন্বয় মঞ্চ' পশ্চিম মেদিনীপুরে জেলার ৪টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন তাঁরা।
তৃণমূলের পূর্ণাঙ্গ প্রকাশের পর, শনিবার প্রথম বিধানসভা ভোটের (WB assembly election 2021) প্রথম ২ দফায় ৫৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের শালবনী কেন্দ্রে প্রার্থী রাজীব কুন্ডু, গড়বেতায় মদন রুইদাস, খড়গপুর গ্রামীণে তপন ভুঁইয়া ও মেদিনীপুরে টাউনে খোদ জেলা সভাপতি শমিত দাস। গেরুয়াশিবিরের অন্দরের খবর, মেদিনীপুর সদর কেন্দ্রে জেলা সভাপতি নিজেই প্রার্থী, আর বাকি ৩টি আসনে যাঁরা টিকিট পেয়েছেন, তাঁরাও জেলা সভাপতির ঘনিষ্ট হিসেবে পরিচিত। আর তাতেই ক্ষুদ্ধ বিজেপি কর্মীদের একাংশ।
আরও পড়ুন: WB Assembly Election 2021: 'নির্দল হিসাবে লড়ব', শিলিগুড়িতে Mamata-র সভার দিনে দল ছাড়লেন TMC নেতা
এদিন শালবনীর ব্লকের জয়পুরে বৈঠকে বসেছিলেন বিক্ষুদ্ধেরা। বৈঠক শেষে দলের ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বিভিন্ন পদাধিকারী-সহ ৫০০ জন কর্মী-সমর্থকরা। কেন এমন সিদ্ধান্ত? বিজেপির বিক্ষুদ্ধ শিবিরের পক্ষে পশুপতি দেবসিংহ জানান, এলাকার সাধারণ মানুষ ঘোষিত প্রার্থীদের সঙ্গে নেই। সূত্রের খবর, বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের বৈঠকে হাজির ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতি প্রদীপ লোধা, হিন্দু জাগরণ মঞ্চের ঋজু কারক, তপন মাল, পলাশ দুলে ও কুড়মি সমন্বয় মঞ্চের বেশ কয়েকজন নেতারা।