Asansol: ফাটল পাইপ, পুজোর মরসুমে সকাল থেকেই নেই জল! কখন স্বাভাবিক হবে পরিষেবা?
Water Supply Disruption in Asansol: আসানসোল পুরনিগমের ডিহিকা জল প্রকল্পের মেইন পাইপ ফেটে বিপত্তি। ফলে পানীয় জল থেকে বঞ্চিত রইল আসানসোলের বিস্তীর্ণ এলাকা। শনিবার সকাল থেকেই এজন্য জল পায়নি আসানসোলের বড় এলাকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসানসোল পুরনিগমের ডিহিকা জল প্রকল্পের মেইন পাইপ ফেটে বিপত্তি। যার ফলে পানীয় জল থেকে বঞ্চিত আসানসোলের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে শনিবার সকাল থেকেই জল পায়নি আসানসোলের বড় এলাকা। এর মধ্যে আসানসোলের গ্যালাক্সি মলের আশেপাশের এলাকা, ধ্রুব ডাঙা, চিত্রা, নিচু পাড়া, কুমারপুরের বড় এলাকা, সারদাপল্লী, রাধানগর, নিউটাউন, সাঁতা, চাঁদমারি, ধাদকা, ডিপোপাড়া, পুরানা স্টেশন, তরি মহল্লা, রামকৃষ্ণ ডাঙা- সহ রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা। পুজোর মরসুমে, মহালয়ার দিনে সকাল থেকে জল না পাওয়ায় খুবই অসুবিধার মধ্যে পড়েন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Durga Puja 2023: মহালয়াতেই আবাহন ও বিসর্জন! শুনেছেন এমন আশ্চর্য 'ওয়ান-ডে' দুর্গাপুজোর কথা?
আজ, শনিবার ছিল মহালয়া। মহালয়ার দিন তর্পণ করে এসে অনেকেই বাড়িতে স্নান করেন। বাড়িতে লোকজনও আসেন। এদিন জলের প্রয়োজন বেশি পড়ে। তাই মহালয়ার দিন জল না আসায় সমস্যায় পড়েন বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন। ক্ষুব্ধ স্থানীয়দের প্রশ্ন, পাইপ ফেটে গেলে মেরামতি করতে কতক্ষণ লাগে?
আরও পড়ুন: Durga Puja 2023: ২০০ বছরের 'বুড়ি মা' সারিয়ে দেয় সব রোগ! পুজো ঘিরে উৎসব ৪ দিনের
পুরনিগমের পক্ষ থেকে অবশ্য বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে জানানো হয়েছে। আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যন্ত্রাংশ বিকল হওয়ার কারণেই অসুবিধায় পড়েন মানুষ। আমরা দ্রুততার সঙ্গে চেষ্টা করছি, যাতে আজ, শনিবার রাতের মধ্যেই পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করা যায়। কাজ চলছে দ্রুততার সঙ্গে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)