ভাটপাড়া পুরসভায় ভোট অন অ্যাকাউন্টে অর্জুন সিংয়ের পাশে দাঁড়াল সিপিএম

বলে রাখি, গত মাসে অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয় রাজনীতির ময়দানে। অর্জুনকে পদচ্যূত করতে অনাস্থা আনে তৃণমূল। ফলে আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব। 

Updated By: Apr 2, 2019, 12:59 PM IST
ভাটপাড়া পুরসভায় ভোট অন অ্যাকাউন্টে অর্জুন সিংয়ের পাশে দাঁড়াল সিপিএম

নিজস্ব প্রতিবেদন: পাশ হল ভাটপাড়া পুরসভার ভোট অন অ্যাকাউন্ট। মঙ্গলবার অর্জুনপন্থী ১২ জন কাউন্সিলরের উপস্থিতিতে পাশ হয় ভোট অন অ্যাকাউন্ট। উল্লেখ্য, এর মধ্যে রয়েছেন এক সিপিএম কাউন্সিলরও। 

 

এদিন ভাটপাড়ার পুরপ্রধান অর্জুন সিং জানিয়েছেন, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই পাশ হয়েছে ভোট অন অ্যাকাউন্ট। এদিনের ভোটাভুটিতে হাজির ছিলেন না তৃণমূলের কোনও কাউন্সিলররা। ১১ জন অর্জুনপন্থী ও ১ জন সিপিএম কাউন্সিলারের উপস্থিতিতে পাশ হয় প্রস্তাব। 

বলে রাখি, গত মাসে অর্জুন সিং বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয় রাজনীতির ময়দানে। অর্জুনকে পদচ্যূত করতে অনাস্থা আনে তৃণমূল। ফলে আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব। 

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা না পেলে ভোটকেন্দ্রে যাব না, প্রশিক্ষণ বয়কট করে জানালেন ভোটকর্মীরা

৩৫ আসনের ভাটপাড়া পুরসভায় ১ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি ৩৪ জনের মধ্যে ৩৩ জনই তৃণমূলের। তৃণমূলের দাবি, তাঁদের হাতে রয়েছে অন্তত ২২ জন কাউন্সিলর। গত মাসে ভাটপাড়ায় এক সভায় ১৯ জন কাউন্সিলরকে মঞ্চে হাজির করায় উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব। 

.