Visva Bharati University: NAAC-এর রিপোর্টে ফের অবনমন বিশ্বভারতীর
গ্রেড অনুযায়ী ২.৭৫ বা তারও কম পেয়েছে বিশ্বভারতী।
নিজস্ব প্রতিবেদন : মরিয়া চেষ্টা চালিয়েও অবনমন ঠেকাতে ব্যর্থ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। NAAC-এর রিপোর্টে ফের অবনমন বিশ্বভারতীর। এবারের NAAC-এর মূল্যায়নে ফের বিশ্বভারতী পেল B+ গ্রেড। ফলে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ।
২০১৫ সালে বিশ্বভারতী পেয়েছিল ২.৮২। আর এবার গ্রেড অনুযায়ী ২.৭৫ বা তারও কম। আগের বার কর্তৃপক্ষ বলেছিল যে, NAAC-এর মূল্যায়নের বিষয়টি নতুন হওয়ায় সম্যক ধারণা ছিল না। সেকারণেই B+ গ্রেড। কিন্তু এবার প্রথম থেকেই সতর্ক থেকেও NAAC-এর মূল্যায়নে কোনও উত্তরণ না ঘটায় ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী।
এই অবনমনের জন্য বিশ্বভারতীর বর্তমান প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে অধ্যাপক সংগঠন ভিবিইউএফএ। তবে যথারীতি অবনমন নিয়ে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, NAAC-এর রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আগামী ফান্ড ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে।