গাছ কাটার প্রতিবাদ করায় বিশ্বভারতী পড়ুয়াদের মারধর

রাস্তা সম্প্রসারণের জন্য শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানেল এলাকায় কাটা হচ্ছিল বহু প্রাচীন গাছ। শান্তিনিকেতন-শ্রীনিকেতন উন্নয়ন পর্যদের উদ্যোগে এই কাজ করছিল রূপপুর পঞ্চায়েত। তখনই ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার প্রতিবাদ জানান বিশ্বভারতীর জনা পঁচিশেক পড়ুয়া। তারপর?

Updated By: Mar 9, 2018, 10:05 PM IST
গাছ কাটার প্রতিবাদ করায় বিশ্বভারতী পড়ুয়াদের মারধর

নিজস্ব প্রতিবেদন: গাছ কাটা রুখতে গিয়ে আক্রান্ত বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। স্থানীয় এক নেতার বিরুদ্ধে উঠেছে মারধরে উস্কানি দেওয়ার অভিযোগ। শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকার ঘটনা।

আরও পড়ুন: নদীর ধারের বস্তার মুখ খুলতেই উঁকি মারল নরকঙ্কাল

রাস্তা সম্প্রসারণের জন্য শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানেল এলাকায় কাটা হচ্ছিল বহু প্রাচীন গাছ। শান্তিনিকেতন-শ্রীনিকেতন উন্নয়ন পর্যদের উদ্যোগে এই কাজ করছিল রূপপুর পঞ্চায়েত। তখনই ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার প্রতিবাদ জানান বিশ্বভারতীর জনা পঁচিশেক পড়ুয়া। তারপর?

আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিযোগ, গাছ বাঁচাতে পড়ুয়াদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন তাঁদের ওপর চড়াও হয় একদল মানুষ। পুলিসের সামনেই চলে মারধর। পড়ুয়াদের অভিযোগ, পরিকল্পনা করেই চলেছে হামলা। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন আক্রান্তরা। তবে পড়ুয়াদের ওপর মারধরের অভিযোগ সরাসরি খারিজ করেছেন রূপপুর এলাকার তৃণমূল নেতা নুরুল হুদা। তাঁর  দাবি, এলাকার উন্নয়নের বাধা দেওয়ায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শ্যামবাটি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জখম হন বেশকয়েকজন ছাত্রছাত্রী।

.