কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ, রহস্যজনকভাবে আগুন অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার বাড়িতে

গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন আগুন ধরে যায় পঞ্চায়েত সদস্যার বাড়িতে। বাড়িতে আটকে পড়া পরিজনরা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।

Updated By: Jul 18, 2019, 12:08 PM IST
কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ, রহস্যজনকভাবে  আগুন অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার বাড়িতে

নিজস্ব প্রতিবেদন: কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন আগুন ধরে যায় পঞ্চায়েত সদস্যার বাড়িতে। বাড়িতে আটকে পড়া পরিজনরা অসুস্থ হয়ে পড়েন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।

 

অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা মঞ্জু প্রধান তৃণমূল নেত্রী ও তাঁর ছেলে শ্রীকুমার প্রধানও তৃণমূল নেতা।  তাঁর কাছ থেকে কাটমানি ফেরত চেয়ে অনেক দিন ধরেই বাড়িতে তাগাদা দিচ্ছিলেন গ্রামবাসীরা। উল্লেখ্য,  বৃহস্পতিবার কাটমানি ইস্যুতে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। তা মাথায় রেখেই পূর্ব ঘোষণা মতো এদিন পঞ্চায়েত সদস্যার বাড়িতে টাকা ফেরত চেয়ে জড়ো হন গ্রামবাসীরা। সকাল থেকেই পোস্টার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।  বিক্ষোভচলাকালীন পঞ্চায়েত সদস্যা ও তাঁর ছেলে বাড়িতেই ছিলেন বলে দাবি গ্রামবাসীদের।

গ্রামবাসীরা জানাচ্ছেন, বিক্ষোভ চলাকালীনই তাঁরা দেখতে পান পঞ্চায়েত সদস্যার ঘরে ভিতরে আগুন ধরে গিয়েছে।  পরে তাঁরাই পোস্টার, প্ল্যাকার্ড ফেলে রেখে আগুন নেভানোর কাজে হাত লাগান। তাঁরাই ঘরে আটকে পড়া পঞ্চায়েত সদস্যা ও তাঁর ছেলেকে উদ্ধার করেন।

কাটমানি ইস্যুতে নবান্নের সামনে বিজেপির বিক্ষোভ, টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরাল পুলিস

কিন্তু আগুন লাগল কীভাবে?

পঞ্চায়েত সদস্যার অভিযোগ, কাটমানি ফেরত চেয়েদীর্ঘদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা। তাঁরা ফেরত দিতে না পারায় বিক্ষোভকারীরাই প্রাণে মেরে ফেলার জন্য তাঁদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

অন্যদিকে, বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, নিজের রান্নাঘরে আগুন ধরিয়ে পাল্টা নাটক করছেন পঞ্চায়েত সদস্যা। টাকা ফেরত না দেওয়ার ছক কষেছেন পঞ্চায়েত সদস্যা ও তাঁর ছেলে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পটাশপুর থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

.