এবার চা-বাগানগুলিতেও চলছে টিকাকরণের কাজ

বাগরাকোট এলাকায় মঙ্গলবার ৪০০ চা-শ্রমিকের টিকাকরণ করা হয়েছে।

Updated By: Apr 20, 2021, 07:57 PM IST
এবার চা-বাগানগুলিতেও চলছে টিকাকরণের কাজ

নিজস্ব প্রতিবেদন: ধীরে ধীরে চা-বাগানগুলিতেও শুরু হচ্ছে করোনা টিকাকরণের কাজ। এবার টিকা দেওয়া শুরু হল বাগরাকোট পঞ্চায়েত এলাকায়।

দেশ জুড়ে করোনা (corona) সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চা-বাগান (tea-garden) এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। কারণ, শ্রমিকেরা চা-বাগান এলাকায় এক সঙ্গে কাজ করে থাকেন। তাই বিভিন্ন চা-বাগানে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দ্রুত শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ।

আরও পড়ুন: করোনায় ধুঁকছে রাজ্য, মোকাবিলায় তড়িঘড়ি একাধিক জরুরি ব্যবস্থা প্রশাসনের

মঙ্গলবার মালবাজার (malbazar) মহকুমার ওয়াসাবাড়ি চা-বাগানে শ্রমিকদের টিকা দেওয়া হল। এদিন প্রায় ৬০০ শ্রমিককে টিকা দেওয়া হবে বলে সকালে জানিয়েছিলেন ওয়াসাবাড়ি চা-বাগানের ম্যানেজার। বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল বলেন, যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আমরা চিন্তিত। সেই কারণে আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়াঙ্কু জানাকে চা-বাগানে টিকা দেওয়ার কথা জানাই। অবশেষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে চা-বাগানের হাসপাতালে শুরু হয়েছে শ্রমিকদের টিকাকরণ।

ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়াঙ্কু এ ব্যাপারে জানান,  একে একে আমরা সমস্ত চা-বাগানেই টিকা দেওয়ার কাজ শুরু করছি। ইতিমধ্যে মাল ব্লকের ৬-৭ টি বাগানে টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও প্রতিদিন টিকা দেওয়ার কাজ চলছে। টিকা নিয়ে খুশি চা শ্রমিকেরা। 

শেষ পর্যন্ত অবশ্য ৬০০ জন চা-শ্রমিককে টিকা দেওয়া সম্ভবপর হয়নি। এদিন ৪০০ জনের টিকাকরণ (Vaccination) হয়েছে। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: 'পর ভোলানো, ঘর জ্বালানো', ভ্যাকসিন সঙ্কটে Modi-কে তোপ Mamata-র

.