'স্বর্গে বসেই কি টিকা নিয়েছেন'? বীরভূমে মৃত বাবার ভ্যাকসিনের শংসাপত্র পেলেন ছেলে

মুখে কুলুপ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।

Updated By: Jul 2, 2021, 08:19 PM IST
'স্বর্গে বসেই কি টিকা নিয়েছেন'? বীরভূমে মৃত বাবার ভ্যাকসিনের শংসাপত্র পেলেন ছেলে

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়িতে যখন একসঙ্গে টিকার ডাবল ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে, তখন বীরভূমে আবার ভ্যাকসিন পেলেন মৃত ব্যক্তিও! ছেলের প্রশ্ন,  'বাবা কি স্বর্গে বসেই টিকা নিয়েছেন'? তাঁর শংসাপত্রেও ভোটার আইডি কার্ডের নম্বরটি অন্য কারও! দুটি ডোজ নেওয়ার পরেও শংসাপত্র পাননি মা। স্বাস্থ্য দফতরের কর্মীদের ভূমিকায় ক্ষুদ্ধ পরিবারের সকলেই।

ঘটনাটি ঠিক কী? বীরভূমের রামপুরহাটের কবিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা অমর কুমার মণ্ডল। পেশায় তিনি ব্যবসায়ী। বাবার মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে এক দশকেরও বেশি সময়। জানা গিয়েছে, ১ এপ্রিল স্থানীয় বালিয়া গ্রামের উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনার টিকা নেন অমর, তাঁর স্ত্রী তোলাবতী ও মা জ্যোৎস্না।  আর তাতেই ঘটেছে বিপত্তি।

আরও পড়ুন: 'ভূত' ধরতে স্পেশাল অডিট, মেদিনীপুর বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাঙ্কে অর্থ দফতরের ৩ সদস্য

কেন? অমর মণ্ডল জানিয়েছেন, 'আমরা ভোটার আইডি কার্ড  দেখিয়ে টিকা নিয়েছিলাম। প্রথমবার টিকা নেওয়ার পর মোবাইলে চারটি শংসাপত্র আসে। কিন্তু প্রয়োজন না থাকায় তখন আর শংসাপত্রের প্রিন্ট আউট নিইনি'। এরপর ১৫ মে যথারীতি টিকার দ্বিতীয় ডোজ নেন পরিবারের তিন সদস্য। কিন্তু এবার শংসাপত্র আসে দুটি। বাদ পড়ে যান অমরের মা। দিন দুয়েক আগে যখন শংসাপত্রগুলির প্রিন্ট আউট নিতে যান, তখন তাজ্জব বনে যান ছেলে। কারণ,  প্রিন্টার থেকে বেরিয়ে আসে তাঁর বাবার শংসাপত্রও! যিনি ১৪ বছর আগে মারা গিয়েছেন।  কীভাবে এমনটা ঘটল? মুখে কুলুপ এঁটেছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। আর ছেলের একটাই প্রশ্ন, 'প্রায় এক দশক আগে বাবা মারা গিয়েছেন। তাঁকে কী করে টিকা দেওয়া হল, বুঝলাম না। বাবা কি স্বর্গে বসে টিকা নিয়েছেন'?

আরও পড়ুন: লকডাউনে মেলেনি কাজ, বঙ্কিম সেতু থেকে রেললাইনে মরণঝাঁপ পরিযায়ী শ্রমিকের

এদিকে একসঙ্গে টিকা ডবল ডোজ নিয়ে রীতিমতো আশঙ্কায় ভুগছেন শিলিগুড়ির সুজিত চন্দ্র দেবনাথ। তাঁর দাবি, 'টিকার প্রথম ডোজ নিয়ে বসেছিলাম। কিছুক্ষণ পর ওরা নতুন একটি ভায়াল বের করে ফের আমাকে টিকা দিয়ে দেন। নিষেধ করলেও ওরা তা কানে তোলেননি'। এদিন সুজিতের বাড়িতে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কোভিড কেয়ার ইউনিটের সদস্য ডা কল্যাণ খান। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর আশ্বাস,'শারীরিক অবস্থা স্বাভাবিক। চিন্তার কোনও কারণ নেই। ভবিষ্যতে কোনও সমস্যা হলে আমরা ওঁর পাশে থাকব'।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.