Uttarpara: অনলাইনে টিকিট কেটে প্রতারণার জালে উত্তরপাড়ার প্রৌঢ়, আট মিনিটেই গায়েব কয়েক লাখ
এদিকে, কাস্টমার কেয়ার থেকে তাকে বলা হয় টাকা ফেরত দিয়ে দেওয়া হবে
নিজস্ব প্রতিবেদন: অনলাইনে বিমানের টিকিট কেটে বিপুল টাকা হারালেন উত্তরপাড়ার প্রৌঢ়। কয়েক মুহূর্তে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল কয়েক লাখ টাকা। এনিয়ে চন্দনগর কমিশনারেটের দ্বারস্থ হলেন ওই ব্যক্তি। অভিযোগ জানালেন উত্তরপাড়া থানায়।
আরও পড়ুন-Afghanistan: সরকার গঠনের তোড়জোড়, প্রাক্তন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক তালিবান কম্যান্ডারের
উত্তরপাড়া বিবিএনসি সরণীর বাসিন্দা ও অবসরপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্মী অসীম কুমার ঘোষাল দিল্লি যাবার প্রয়োজন হওয়ায় আজ বিমানের টিকিট কাটেন অনলাইনে। বেসরকারি ব্যাঙ্কে থাকা তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে টিকিটের টাকা কেটে নেওয়া হলেও ই-মেলে টিকিট বা কোনো মেসেজ পাননি। যে সংস্থা থেকে টিকিট কেটেছিলেন গুগল সার্চ করে সেই সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেন অসীম বাবু। বলেন, তার টাকা কেটে নেওয়া হলেও বিমানের টিকিট তিনি পাননি।
আরও পড়ুন-Covid-19: গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন, ঘোষণা Mamata-র
এদিকে, কাস্টমার কেয়ার থেকে তাকে বলা হয় টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তার জন্য তার নাম আর ফোন নম্বর দিতে হবে। নাম ফোন নম্বর বলতেই পাঁচ থেকে আট মিনিটের মধ্যে পাঁচ বারে মোট ৪ লাখ ৮১ হাজার টাকা তুলে নেয় প্রতারক। অসীম বাবু বুঝে উঠতে পারেননি কি করে তার এ্যাকাউন্ট থেকে টাকা সরাতে পারল প্রতারক। এটিএম কার্ডের নম্বর বা কোনো ওটিপি তিনি দেননি তা সত্ত্বেও এই ঘটনায় হতবাক প্রৌঢ়। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)