শহরের ভিন্ন প্রান্তে একই কায়দায় দুই প্রৌঢ়াকে খুন, ধন্দে পুলিস
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতি করতে এসে বাধা পাওয়ায় খুন করা হয়েছে দুই প্রৌঢ়াকে।
নিজস্ব প্রতিবেদন: একই কায়দায় খুনে শহরের দুই প্রান্তে। বিছানার উপরই রক্তাক্ত অবস্থায় একইভাবে পড়েছিল দুই প্রৌঢ়ার দেহ। দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। দুজনেরই ঘর ছিল লণ্ডভণ্ড। পৃথক ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারিতে।
প্রথম ঘটনাটি ঘটে মেমারির বড়া গ্রামে। বাড়িতে নিজের শোওয়ার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় রীত রায় নামে বছর বাহান্নর এক প্রৌঢ়ার দেহ। সেসময় বাড়িতে তিনি একাই ছিলেন। ঘরে ঢুকে তাঁর মা এই অবস্থায় দেখতে পান। তাঁর মায়ের বয়ান অনুযায়ী, গোটা বাড়ি ছিল লণ্ডভণ্ড। আলমারি ভাঙা অবস্থায় পড়ে ছিল।
মোদী বনাম মমতা, আজ দুই রথীর 'যুদ্ধ' দেখতে প্রস্তুত বাংলা
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মেমারির সাতগেছিয়ার সেগুনডাঙা গ্রামে। সেখানেও নিজের শোওয়ার ঘর থেকে উদ্ধার হন মমতা কিস্কু নামে বছর পঞ্চাশের এক মহিলা। তিনি বাড়িতে একাই ছিলেন। তাঁর স্বামী অফিস থেকে ফিরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে তাঁকে স্থানীয় পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
মোদীর ব্রিগেডে উপস্থিত থাকতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
দুটি ঘটনায় ধন্দে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতি করতে এসে বাধা পাওয়ায় খুন করা হয়েছে দুই প্রৌঢ়াকে। এই দুই ঘটনার একই দলের কাজ কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।