তৃণমূল কর্মীকে খুন, গোষ্ঠীকোন্দলের জেরেই বোমাবাজি-গুলির অভিযোগ
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে বহরমপুরের কাছে অভিরামপুরে হামলা হয়।
নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) নারায়ণগড়ে শুট আউট। গুলি করে তৃণমূল (Trinamool) কর্মীকে খুনের অভিযোগ উঠল। গোষ্ঠীকোন্দলের জেরেই বোমাবাজি, গুলি চলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে বহরমপুরের (Baharampur) কাছে অভিরামপুরে হামলা হয়।
আরও পড়ুন: 'বাংলায় শুধু একা একজন মেয়ে নয়, অনেক সন্তান-সন্ততি আছে', তীব্র কটাক্ষ Rajib-এর
এরপর গুরুতর জখম অবস্থায় সৌভিক দোলুই নামে ওই কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল (Midnapur Medical College) কলেজে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন। চিকিত্সা চলছে সীতারাম মুর্মু ও অজিত মণ্ডল নামে অন্য দুই কর্মীর। কেন আচমকা এই হামলা? তৃণমূল সূত্রে খবর, মোকরামপুরে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত লক্ষ্মী শিটকে সম্প্রতি দলে ফেরায় তৃণমূল। তারপরই এই আক্রমণ। এ ব্যাপারে লক্ষ্মী শিটের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে জেলা তৃণমূল নেতৃত্ব দায় ঠেলেছে বিজেপির ঘাড়ে।