তারকেশ্বরে তৃণমূলের কার্যালয় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এসে তৃণমূলের কার্যালয়ের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, টিভি, পাখা সমস্তই পুড়িয়ে দেয়, এরপর আগুন লাগিয়ে দেয় কার্যালয়ে।

Updated By: May 25, 2019, 12:44 PM IST
তারকেশ্বরে তৃণমূলের কার্যালয় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী অশান্তি অব্যাহত হুগলিতে। নির্বাচনের ফল বেরোনোর পরই শিরোনামে উঠে আসছে অশান্তির খবর। রাজনৈতিক সংঘর্ষে এবার উত্তপ্ত তারকেশ্বর। আজ, শনিবার তৃণমূলের কার্যালয় পুড়িয়ে দেবার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তারকেশ্বরের পশ্চিম আস্তারা গ্রামের ঘটনা। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এসে তৃণমূলের কার্যালয়ের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, টিভি, পাখা সমস্তই পুড়িয়ে দেয়, এরপর আগুন লাগিয়ে দেয় কার্যালয়ে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার ছবি বীরভূমেও, বিজেপি-তৃণমূলের খণ্ডযুদ্ধে গুরুতর আহত ১০

তৃণমূল সমর্থকদের আরও অভিযোগ, ভোটের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল গ্রামবাসীদের। এলাকায় বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা মানিক মান্নার। ঘটনার অভিযোগ জানানো হয়েছে তারকেশ্বর থানায়। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা সঞ্জিত সরকারের পাল্টা দাবি, "বিজেপি ভাল ফল করায় তৃণমূল অস্তিত্বের সংকটে পরেছে। সেই কারণে নিজেরাই আগুন দিয়ে বিজেপির ওপর দোষ দিচ্ছে।" সঞ্জিত সরকারের কথায়, হিংসার রাজনীতি বিজেপি করেনা।

.