বিজেপির কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের দিকে
ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে অশান্তি অব্যাহত গোটা রাজ্য জুড়েই। রাজনৈতিক দলগুলির বিক্ষিপ্ত সংঘর্ষে উত্তপ্ত রাজ্য। ফের বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম বর্ধমান। শুক্রবার দেবিপুরের যুব সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মথুরাপুর থানার দেবিপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ নং বুথে। অভিযোগ শুক্রবার ভোরে তৃণমূলের দুস্কৃতিরা দেবীপুরে বিজেপি যুব সভাপতি মলয় বৈদ্যর বাড়িতে বোমাবাজি চালায়।
আরও পড়ুন: দলের লোকেরাই হামলা চালিয়েছে লকেটের বাড়িতে, স্পষ্ট করলেন বিজেপি নেতা
বাড়ি লাগোয়া একটি পুকুর থেকে বোমা উদ্ধার করেছে পুলিস। ওই বাড়ির সদস্য মলয় বিজেপির সক্রিয় কর্মী। দলের কর্মীদের অভিযোগ নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকেই এই কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। এলাকার বিজেপি কর্মী মিঠুন হালদার বলেন, "সবই তৃণমূলের চক্রান্ত।" অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের কর্মীরা।
ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিস।