Hooghly: ঠিক যেন সিনেমা! সেতুর উপর ডাকাতের সঙ্গে পুলিসের মল্লযুদ্ধ, ব্রিজ থেকে পড়ে গিয়েও চলে রুদ্ধশ্বাস লড়াই...

Tribeni Robbery: ঠিক যেন সিনেমা! ডাকাতি করে পালাচ্ছে ডাকাতদল। পিছু ধাওয়া করেছে পুলিস। দুদিক থেকে দুষ্কৃতীর গাড়ি আটকে ব্রিজের উপর চলছে লড়াই। এমনকি সেতু থেকে নীচে পড়ে গিয়েও দুষ্কৃতীকে ছাড়েনি পুলিস।

Updated By: Dec 5, 2024, 09:18 AM IST
Hooghly: ঠিক যেন সিনেমা! সেতুর উপর ডাকাতের সঙ্গে পুলিসের মল্লযুদ্ধ, ব্রিজ থেকে পড়ে গিয়েও চলে রুদ্ধশ্বাস লড়াই...

বিধান সরকার: ঠিক যেন সিনেমা। ডাকাতি করে পালাচ্ছে ডাকাতদল। পিছু ধাওয়া করেছে পুলিস। দুদিক থেকে গাড়ি আটকে ব্রিজের উপর চলছে লড়াই। দুষ্কৃতীরা বোমা ছুড়েছে, গাড়ির কাচ ভেঙেছে পুলিসের, আহতও হয়েছেন পুলিসকর্মী। কিন্তু রণে ভঙ্গ নয়, বরং শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে ডাকাতের সঙ্গে মল্লযুদ্ধ চালিয়ে গিয়েছে পুলিস। এমনকি সেতু থেকে নীচে পড়ে গিয়েও দুষ্কৃতীকে ছাড়েনি পুলিস। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছে মারমুখী খতরনক দুষ্কৃতীর সঙ্গে! রুদ্ধশ্বাস! কোথায় ঘটেছে এমন? হুগলির ত্রিবেণীতে।

আরও পড়ুন: Horoscope Today: আজ সারা বিশ্ব তাকিয়ে থাকবে কর্কটের দিকে! সিংহের আত্মবিশ্বাস, কন্যার বিনিয়োগ! জেনে নিন, কেমন কাটবে দিনটি...

পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে এসটিকেকে রোড দিয়ে দুটি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। একদল দুষ্কৃতী ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে হুগলির মগরা থানার পুলিস পালপাড়ার কাছে নাকা তল্লাশি করছিল। সেসময়ে নম্বর প্লেটহীন দুটি বাইকে চার দুষ্কৃতী কল্যাণী ব্রিজের দিকে যাচ্ছিল। পুলিস গাড়ি দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিস। বিটিপিএস টাউনশিপ গেটে পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।
আরটিমোবাইল ভ্যান থেকে অন্য পুলিসদের সতর্ক করে দেওয়া হয়। কালীতলা ব্রিজের কাছে রাস্তা আটকানো হয়।

ব্রিজের উপর বিপরীত দিক থেকে একটা গাড়ি সামনে এসে যাওয়ায় বাইক নিয়ে রেলিং এ ধাক্কা মারে দুষ্কৃতীরা। পিছনে চলে আসে পুলিসের ভ্যান। দুষ্কৃতীদের কাছে ছিল ব্যাগ ভর্তি বোমা। সেই ব্যাগ ছুঁড়ে মারে গাড়ির সামনে। পুলিসের গাড়ির কাচ ভেঙে যায়। দুজন পুলিসকর্মী আহত হন। সাব ইনস্পেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। ধ্বস্তাধস্তিতে ব্রিজের নীচে পড়ে যায়। তবু দুষ্কৃতীকে ধরে রাখে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিস। ধৃত এক জনের কাছ থেকে একটি ওয়ান শটার উদ্ধার হয়।

আরও পড়ুন: Dengue Death: ডেঙ্গি কি মহামারির আকার ধারণ করল? মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে দিল এই পরিসংখ্যান...

হুগলি গ্রামীণ পুলিস সুপার কামনাশিস সেন বলেন, দুটো বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল। নাকা চেকিংয়ের সময়ে RT গাড়িতে বোমা মারে তারা। পুলিস সাহসিকতার সঙ্গে কাজ করেছে। দুটি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল, পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল। পুলিসের কারও বড় ধরনের ক্ষতি না হলেও গাড়ির ক্ষতি হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.