আদিবাসীদের বিক্ষোভে উত্তাল সিউড়ি, আটকে পড়লেন খোদ পুলিশ সুপার
ভোটের মুখে একাধিক দাবিতে পথে নামলেন আদিবাসীরা।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে একাধিক দাবিতে পথে নামলেন আদিবাসীরা। জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভে আটকে পড়লেন খোদ পুলিশ সুপার! গাড়ি থেকে নেমে হেঁটে নিজের দফতরে ঢুকতে হল তাঁকে। উত্তাল বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri)।
আরও পড়ুন: ভয়ঙ্কর! রাতের অন্ধকারে ঘোলায় দিদি-বোনের শ্লীলতাহানি (Molestation), মারধর, মুখে ঘুষি
প্রসঙ্গত, রাজ্যের পালাবদলের পর বিভিন্ন জনজাতির উন্নয়নের লক্ষ্যে আলাদা বোর্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাহলে সাঁওতালি ভাষায় যারা পড়াশোনা করে, তারাই বাদ যাবে কেন! রাজ্যে সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি, সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ-সহ একাধিক দাবিতে এবার পথে নামলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তাঁদের আরও দাবি, আদিবাসীদের খাসজমি দ্রুত নথিভুক্ত করার ব্যবস্থা করতে হবে। আদিবাসীদের উচ্ছেদ করে বীরভূমে (Birbhum) দেউচা-পাচামি কয়লা খনি তৈরি করা যাবে না।
আরও পড়ুন: জন্মদিনের অনুষ্ঠান শেষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিতে আহত একাধিক কর্মী
এইসব দাবি নিয়ে বীরভূমের সিউড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে হাজির হন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়ারও কর্মসূচি ছিল তাঁদের। শহরের প্রাণকেন্দ্রে আদিবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভ যখন চলছে, তখন জেলাশাসকের দফতরে সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন বীরভূমের পুলিশ সুপার। বিক্ষোভের জেরে আটকে পড়ে তাঁর গাড়ি। শেষপর্যন্ত গাড়ি নামতে বাধ্য হন তিনি। নিজের দফতরে পৌঁছন পা-এ হেঁটে। খোদ পুলিশের সুপারের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় অন্যপথে।