Bardhaman: মন্তেশ্বরে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বর্ধমান মেডিক্য়ালে

মন্তেশ্বর হাসপাতালে ভর্তির পরই গোটা ঘটনার তদন্ত নামে পুলিস

Updated By: Oct 5, 2021, 11:00 AM IST
Bardhaman: মন্তেশ্বরে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বর্ধমান মেডিক্য়ালে

নিজস্ব প্রতিবেদন: জীবিকায় প্রয়োজন কাজ করতে এসে গণধর্ষণের শিকার আদিবাসী মহিলা। রবিবার রাতে ওই ঘটনা ঘটে বর্ধমানে মন্তেশ্বরের পুর্ণিয়া গ্রামে। সোমবার সন্ধেয় সেই ঘটনাটি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন-Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে পৌঁছলেন তৃণমূলের ৩ সাংসদ, নিহতদের পরিবারের সঙ্গে কথা   

অন্য জেলা থেকে চাষের কাজ করতে মন্তেশ্বরে এসেছিলেন ওই মহিলা ও তাঁর স্বামী। অভিযোগ, রবিবার সন্ধেয় এক নির্জন পুকুর পাড়ে তাঁকে ধর্ষণ করে পুর্ণিয়ারই ২ ব্যক্তি। সোমবার অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে তার স্বামী। 

সেদিনের মতো গোটা ঘটনা চেপে যায় ওই আদিবাসী দম্পতি। সোমবার ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর হাসপাতালে। সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।

আরও পড়ুন-WhatsApp-Facebook-Instagram-এ কয়েক ঘণ্টার বিভ্রাট! ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি জুকেরবার্গের

মন্তেশ্বর হাসপাতালে ভর্তির পরই গোটা ঘটনার তদন্ত নামে পুলিস। ওই ঘটনায় এলাকারই ২ ব্যক্তিকে আটক করে পুলিস। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। অন্যজনের জিজ্ঞাসাবাদ চলছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.