সোমবার থেকে বাড়ছে বাস, ট্যাক্সি, লঞ্চের ভাড়া

কোন ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কত হচ্ছে?

Updated By: Jun 9, 2018, 01:32 PM IST
সোমবার থেকে বাড়ছে বাস, ট্যাক্সি, লঞ্চের ভাড়া

নিজস্ব প্রতিবেদন : ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার জারি হল বিজ্ঞপ্তি। সোমবার থেকে সব স্তরে ১ টাকা করে বাড়ছে বাসভাড়া। একইসঙ্গে বাড়ছে ট্যাক্সি ও লঞ্চের ভাড়াও। বাস ও মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হচ্ছে যথাক্রমে ৭ টাকা ও ৮ টাকা। অন্যদিকে, ট্যাক্সিতে উঠলেই এখন থেকে দিতে হবে ৩০ টাকা।

বুধবার দিনই বাসমালিক সংগঠনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর পরিবহনমন্ত্রী শুভেন্দু জানিয়েছিলেন, বাসভাড়া বাড়ানো হচ্ছে। ডিজেলের দাম বাড়ায় প্রতি স্তরে ১ টাকা করে বাড়ছে বাসভাড়া। এর সঙ্গে সাযুজ্য রেখেই আনুপাতিক হারে বাড়ানো হবে ট্যাক্সি ও লঞ্চের ভাড়া। তবে কবে থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর হবে, সেদিন তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন, নাইট ডিউটির সুযোগে জেলের মধ্যেই রমরমা কারবার ডাক্তারের, আয়ের অঙ্ক চমকে ওঠার মত

এরপরই শুক্রবার রাতে পরিবহন দফতরের তরফে ভাড়াবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয়, সোমবার থেকে বাড়ছে ভাড়া। সরকারের ভাড়াবৃদ্ধি প্রস্তাবে বেশখানিকটা ক্ষুণ্ণ নিত্যযাত্রীরা। যদিও, পরিবহনমন্ত্রী আশ্বাস দিয়েছেন অচিরেই এমন একটি ব্যবস্থাপনা করা হবে যার মাধ্যমে ডিজেলের দাম কমলে ভাড়া ফের কমে আসবে।

.