মেঘের আড়ালে সূর্য, নিন্মচাপের কবলে মুখ ঢাকল শীত

শীতের সকাল। তবু মেঘের আড়ালে ম্লান সূর্য। ঝকঝকে আকাশ নেই। রোদও উধাও। সেই কারণেই ক’দিনের তুলনায় ঠান্ডাও কম। আগামী দু’দিন এমনই থাকবে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Dec 8, 2017, 09:31 AM IST
মেঘের আড়ালে সূর্য, নিন্মচাপের কবলে মুখ ঢাকল শীত

নিজস্ব প্রতিবেদন : শীতের সকাল। তবু মেঘের আড়ালে ম্লান সূর্য। ঝকঝকে আকাশ নেই। রোদও উধাও। সেই কারণেই ক’দিনের তুলনায় ঠান্ডাও কম। আগামী দু’দিন এমনই থাকবে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপের প্রভাবেই মেঘের আড়ালে সূর্য মুখ লুকিয়েছে। পাশাপাশি ওই নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়েছে এ রাজ্যে। যার জেরে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়েছে চার ডিগ্রি। গতকাল ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তা এসে দাঁড়িয়েছে ২০ ডিগ্রিতে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশে। নিম্নচাপ সরতে শুরু করলে আবার আস্তে আস্তে শীত পড়তে শুরু করবে। আর তখনই জাঁকিয়ে পড়বে ঠান্ডা।

.