Bagda: কো-অপারেটিভের সম্পাদক নির্বাচনেও 'আমরা-ওরা', প্রকাশ্য়ে শাসকদলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

"কিছু অসাধু চক্র পরিচালন সমিতির দখল নিতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কর্মীরা সেই পরিকল্পনা রুখে দিয়েছে", অভিযোগ বাগদার বিধায়কের

Updated By: May 2, 2022, 09:16 PM IST
Bagda: কো-অপারেটিভের সম্পাদক নির্বাচনেও 'আমরা-ওরা', প্রকাশ্য়ে শাসকদলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

নিজস্ব প্রতিবেদন: একটি কো-অপারেটিভের সম্পাদকের পদ। সেই পদের নির্বাচন নিয়ে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় তুলকালাম কাণ্ড।

বাগদার হেলেঞ্চা এলাকায় রয়েছে ১২ সদস্যের কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড। সেখানকার সম্পাদক পদে ছিলেন হেলেঞ্চা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ বাইন। পরবর্তীকালে একজন সদস্যের মৃত্যু হয়। দু'মাস আগে অনিমেষ বাইনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেস ১১ সদস্যের বোর্ড অনিমেষকে সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়। সোমবার নতুন সম্পাদক নির্বাচনের জন্য বৈঠক ছিল। অভিযোগ, সেখানেই প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী।

বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের পূর্ব ব্লক সভাপতি পরিতোষ কুমার সাহা এবং পশ্চিম ব্লক সভাপতি অঘরচন্দ্র হালদারের বিরুদ্ধে অভিযোগ করেন, বাগদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ। তিনি জানান, গৌতম রায় নামে একজনকে সম্পাদক করতে উদ্যোগী হয়েছিল তাঁরা দু'জন। কিন্তু বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ-সভাপতি তরুণ ঘোষ, প্রাক্তন সম্পাদক অনিমেষ বাইনের পক্ষে সমর্থন করে। 

ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয়। ১১ জন সদস্য ভোট দেন। ৬-৫ ব্যবধানে জয়ী হয়ে সম্পাদক হিসাবে নির্বাচিত হন অনিমেষ বাইন। এই বিষয়ে, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, "কিছু অসাধু চক্র পরিচালন সমিতির দখল নিতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কর্মীরা সেই পরিকল্পনা রুখে দিয়েছে।" অঘরচন্দ্র হালদার বলেন, "পরিচালন সমিতি তৃণমূলের ছিল। তৃণমূলেই আছে। এখানে কোনও গোষ্ঠীদন্দ্ব নেই।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.