কার দখলে ইউনিয়ন, কলেজেই ‘গ্যাং ওয়ার’

দুই তৃণমূল নেতার লড়াই। একদিকে বিধায়ক বিশ্বনাথ দাস ও তাঁর আত্মীয় তুহিন বিশ্বাস, অন্যদিকে, গৌর সরকার। 

Updated By: Jul 13, 2018, 05:45 PM IST
কার দখলে ইউনিয়ন, কলেজেই ‘গ্যাং ওয়ার’

নিজস্ব প্রতিবেদন:  কার দখলে থাকবে ইউনিয়ন। এই নিয়ে রণক্ষেত্র জয়নগরের ধ্রুবচাঁদ হালদার কলেজ। বহিরাগতের রডের আঘাতে মাথা ফাটল ছাত্রের। কলেজ ও আসপাশে মুড়ি মুড়কির মতো বোমা পড়ল। তৃণমূলের দুই নেতার ঠাণ্ডা যুদ্ধেই নাকি গরম হয়েছে পরিস্থিতি। বলছেন এলাকাবাসী।

পঞ্চায়েত ভোট নয়। গ্যাং ওয়ার নয়।  কার দখলে থাকবে ইউনিয়ন, তা নিয়েই ছাত্র সংঘর্ষ। কলেজের গেট ও এলাকায় বোমাবাজি, মারামারিতে মাথা ফাটল ছাত্রের। ধ্রুবচাঁদ কলেজে শুক্রবারের সকালে দৃশ্যটা ছিল ঠিক এরকমই।

আরও পড়ুন: সিপিএম ছাড়ার কথা ঘোষণার পরই দল থেকে বহিষ্কৃত মইনুল!

দুই তৃণমূল নেতার লড়াই। একদিকে বিধায়ক বিশ্বনাথ দাস ও তাঁর আত্মীয় তুহিন বিশ্বাস, অন্যদিকে, গৌর সরকার। গৌরবাবুই কলেজের ম্যাগাজিনের বরাদ্দ টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন। তাই নিয়েই দুপক্ষের বিবাদ। শুক্রবার বিশ্বনাথ দাসের অনুগামীরা বহিরাগতদের নিয়ে কলেজে হামলা চালায়। বারুইপুর ও জয়নগর থানা থেকে বিশাল পুলিসবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্বনাথ দাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি নিজের বিরুদ্ধে অভিযোগে আমল দেননি। জানিয়েছেন, আইন আইনের কাজ করবে।

 

.