তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র আসানসোলের বিবি কলেজ

Updated By: Aug 24, 2017, 06:03 PM IST
তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র আসানসোলের বিবি কলেজ

ওয়েব ডেস্ক : তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের বিবি কলেজ। রড-বেলচা নিয়ে ক্যাম্পাসেই চলল ব্যাপক মারধর।

আজ কলেজের আজ TMCP  পরিচালিত ছাত্র সংসদের উদ্যোগে কলেজে প্রস্তুতি সভায় আয়োজন করা হয়। সেই সভায় যোগদান নিয়ে গোলমাল। ছাত্র সংসদের GS এবং AGS-এর অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অভিযোগ বহিরাগতদের এনে কলেজে তাণ্ডব চালায় AGS-এর গোষ্ঠীর লোকজন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, যে পুলিসে খবর দেন অধ্যক্ষ। যদিও তাঁর দাবি, কলেজের কোনও অনুষ্ঠান ছিল না। ক্যাম্পাসের হলে ছাত্ররা অনুষ্ঠানের আয়োজন করেছিল। গোটা ঘটনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন, ধাওয়া করে 'অপহৃত' সিভিক পুলিস কর্মীকে উদ্ধার খাদ্যমন্ত্রীর

.