দিলীপের সভার আগেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কলেজ, এবিভিপি কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ
এবিভিপি ছাত্রদের ওপর পুলিস বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দাবি এবিভিপির।
নিজস্ব প্রতিবেদন: স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল কলেজ। সংঘর্ষে আহত ৬। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিসের।
পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজ কলেজে নিজেদের ইউনিট খোলার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে যান এবিভিপি কর্মীরা। অভিযোগ তাতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষের সদস্যরা। প্রথমে বচসা, পড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।
রাজীব কুমার নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন করতেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই
এরপর কলেজের গেট ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবিভিপি সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিস। পুলিসকে ঘিরেও চলে বিক্ষোভ। এবিভিপি ছাত্রদের ওপর পুলিস বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দাবি এবিভিপির।
অন্যদিকে, তৃণমূলের দাবি দিলীপ ঘোষের সভায় বহিরাগতরা কলেজে ঢুকেছিল। তারাই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সাধারণ কলেজ ছাত্রদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। কলেজে মোতায়েন দাসপুর থানার পুলিস।