লকডাউনের মধ্যেই ক্যানিংয়ে গোষ্ঠীসংঘর্ষে খুন তৃণমূল কর্মী

এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়। চলে গুলিও। সেইসময়ই গুলিবিদ্ধ হন মাদার তৃণমূল কর্মী 

Updated By: Apr 9, 2020, 10:40 PM IST
লকডাউনের মধ্যেই ক্যানিংয়ে গোষ্ঠীসংঘর্ষে খুন তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মধ্যেই গোষ্ঠীসংঘর্ষে খুন হয়ে গেলেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। মৃতের নাম ইদ্রিস আলি। বয়স ৩২ বছর।

অভিযোগ, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বুধবার লকডাউনের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংয়ের হাটপুকুরিয়া অঞ্চল। এলাকায় মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়। চলে গুলিও। সেইসময়ই গুলিবিদ্ধ হন মাদার তৃণমূল কর্মী ইদ্রিস আলি। জানা গিয়েছে, ঘটনা সূত্রপাত গতকাল রাতে। রাত সাড়ে ১২টা নাগাদ স্থানীয় ক্লাব থেকে ফেরার পথে ইদ্রিস আলির পথ আটকে দাঁড়ায় কয়েকজন যুব তৃণমূল কর্মী। এরপর ইদ্রিসকে লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়তে থাকে তারা। গুলি লাগে ইদ্রিসের পায়ে। গুরুতর জখম হন তিনি। 

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাঁকে আবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এদিন সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় ইদ্রিস আলির। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছে ক্যানিং থানার বিশাল পুলিসবাহিনী।

আরও পড়ুন, রাজ্যে কার কোথায় জ্বর হয়েছে? করোনা মোকাবিলায় 'সন্ধানে' অ্যাপ আনল সরকার

.